এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুলাই : পশ্চিমবঙ্গে একের পর মহিলার উপর মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত প্রকাশ্যে আসছে । দিন কয়েক আগে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা হোসেনারা বেগম নামে বিজেপি সংখ্যালঘু মোর্চা সহ-সভাপতির উপর মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানোর অভিযোগ ওঠে । তৃণমূলের মহিলা গুন্ডাবাহিনী তাকে ঘিরে ধরে প্রথমে ব্যাপক মারধর করে, তারপর তার শাড়ি খুলে নদীর জলে ফেলে দিয়ে মাথার চুল ধরে প্রায় এক কিলোমিটার পথ টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । সেই ঘটনার জের মিটতে না মিটতেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও এলাকায় এক গৃহবধূ ও তার প্রেমিককে সালিশিসভায় ডেকে প্রকাশ্যে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে তাজেমুল হক ওরফে জেসিবি নামে তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে । চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ তাজেমুল হকের তালিবানের কায়দায় শাস্তি নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গেছে ।
যদিও বিধায়ক সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সাফাই দিয়েছেন,’মুসলিম রাষ্ট্রে সামাজিক আচার বিচার হয়েই থাকে । কিন্তু বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বেশি বেশি হয়ে গেছে । এটা নিয়ে আমরাও গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনে যা ব্যবস্থা হয় সেটা করবে ।’ এদিকে তৃণমূল বিধায়কের ‘মুসলিম রাষ্ট্রে সামাজিক আচার বিচার’ মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে । বিজেপি প্রশ্ন তুলেছে,’তৃণমূল কংগ্রেস কি পশ্চিমবঙ্গকে একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিয়েছে, যেখানে শরিয়া শাসন প্রযোজ্য হবে?’
পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে তালিবানের কায়দায় শাস্তির কিছু নজির তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন । তিনি লিখেছেন,’নিজের জন্য দেখুন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নিন। এই হল গত কয়েকদিনের কিছু ঘটনা:-
ঘটনা নম্বর ১ : তালিবানি আইন আরোপ : অবস্থান – চোপড়া; ইসলামপুর; উত্তর দিনাজপুর জেলা । বর্ণনা – টিএমসি নেতা তাজেমুল ওরফে জেসিবি (ডাক নাম); চোপড়া টিএমসি বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, জনসমক্ষে একজন মহিলাকে বেত্রাঘাত করেছেন। টিএমসি (তালিবানি মাইন্ডসেট অপরাধী) বিচার পরিচালনা করছে এবং রাস্তায় তাৎক্ষণিক ন্যায়বিচার/শাস্তি প্রদান করছে।
দুই নম্বর ঘটনা : গ্যাংস অফ বাঁকড়া :-অবস্থান- মুন্সিডাঙ্গা; বাঁকড়া-২ গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া ; হাওড়া জেলা । বর্ণনা – অবৈধ নির্মাণের অভিযোগে টিএমসির ২ টি উপদল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেখ মিন্টু এবং তৃণমূলে যুব মোর্চার সেখ ফারুকের মধ্যে খোলা যুদ্ধ। অবাধে বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং পঞ্চায়েত সদস্য শেখ মিন্টুকে দেখা যায় বন্দুক নিয়ে আস্ফালন করতে ।
তিন নম্বর ঘটনা : বিজেপি সংখ্যালঘু মোর্চা নেত্রী “অপরাজিতা”-এর পোশাক খুলে দেওয়া, শ্লীলতাহানি ও মারধর করা হয়েছে:-অবস্থান – রাঙ্গামাটি গ্রাম, পোস্ট – রামথেঙ্গা, থানার অধীনে – ঘোকসাডাঙ্গা, কোচবিহার জেলা । বর্ণনা – “অপরাজিতা”; ২৫ শে জুন বিজেপি সংখ্যালঘু মোর্চা সহ-সভাপতি টিএমসি গুন্ডাদের দ্বারা নির্মমভাবে আক্রান্ত হয়েছিলেন । তাকে জোরপূর্বক পোশাক খুলে দেওয়া হয়েছিল, শ্লীলতাহানি করা হয়েছিল এবং নির্মমভাবে নির্দয়ভাবে মারধর করা হয়েছিল। তার একমাত্র অপরাধ হল তিনি বিজেপির সাথে যুক্ত এবং সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনের সময় ব্যাপকভাবে কাজ করেছেন।
চার নম্বর ঘটনা : নির্বাচিত টিএমসি পঞ্চায়েত সদস্য রহিম শেখ জনসমক্ষে ক্রুড বোমা ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন।অবস্থান- সন্মতিনগর; রঘুনাথগঞ্জ-২ ব্লক; মুর্শিদাবাদ জেলা । বর্ণনা – টিএমসি পঞ্চায়েত সদস্য রহিম শেখ রাস্তা ও নিষ্কাশন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে তলোয়ার, রড এবং লাঠি হাতে সজ্জিত গুন্ডাদের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাকে ক্রুড বোমা ধারণ করতে দেখা যায়, যা কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয়।
এদিকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার লক্ষ্মীপুর গ্রামের ঘটনায় দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হতেই পুলিশকে সক্রিয় হতে দেখা যায় । পরকীয়া ছাড়াতে তালিবানি কায়দায় বধূ ও তার প্রেমিককে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তাজেমুল হক ওরফে জেসিবির বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে ইসলামপুর থানার পুলিশ । তাকে চোপড়া থেকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় । তবে তার হাবেভাবে বিন্দুমাত্র অনুশোচনায় ছায়া লক্ষ্য করা যায়নি । বীরদর্পে থানায় ঢুকতে দেখা গেছে তাজেমুল হককে । তৃণমূল বিধায়ক হামিদুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলছেন,আদপেই কি যথাযথ শাস্তি পাবেন বিধায়ক ঘনিষ্ঠ তাজেমুল ?