এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৯ মে : আজ সোমবার থেকে তিনদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । প্রথম দিনে তিনি শিলিগুড়িতে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করে বলেন,’রানিমা বেড়াতে এসেছেন’ । পাশাপাশি তিনি জলপাইগুড়ির বানারহাটে বিশাল ‘তিরঙ্গা যাত্রা’ করলেন শুভেন্দু অধিকারী । বিশাল আকৃতির জাতীয় পতাকা হাতে সেই যাত্রায় পা মেলান কয়েক হাজার মহিলা ও পুরুষ৷ মিছিলে “পাকিস্তান মুর্দাবাদ” এবং “ভারতবর্ষে থাকতে হলে ভারত মাতা বলতে হবে” শ্লোগান ওঠে । শুভেন্দু অধিকারীর কথায়, ১০ হাজারের অধিক মানুষ ‘তিরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করেছেন।
বানারহাটে দলীয় কর্মসূচিতে এসে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জিকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন,’পাহাড়ের মা বোনেরা বলেনা… “ঘুমনা আনছ” । বেড়াতে আসছে । বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মনোরম পরিবেশ । আসছেন রানিমা । টাইগার হিলে একটা বাড়ি । উত্তর কন্যায় একটা বাড়ি । সেবকে একটা বাড়ি । গজলডোবায় একটা বাড়ি । চালসাতে একটা বাড়ি । চারিদিকে বাড়ি আর বাড়ি ।’
বানারহাটে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’অপারেশন সিন্দুর-এর ঐতিহাসিক সাফল্য ও আমাদের বীর সেনাদের বীরত্বের সম্মানে আজ জলপাইগুড়ি জেলার বনারহাটে একটি ‘তিরঙ্গা যাত্রায়’ অংশগ্রহণ করলাম যেখানে কয়েক হাজার দেশপ্রেমীক জনগণ ভারতীয় সেনার সম্মানে তিরাঙ্গা হাতে আজ এই মিছিলে পা মেলালেন। পরে, বিজেপির ডাকে ভারতীয় সেনা ও দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একটি ‘ধন্যবাদ জ্ঞাপন সভায়’ অংশগ্রহণ করলাম।’ তিনি আরও লিখেছেন,’ভারতীয় সেনাবাহিনী সাহসের সাথে নিখুঁত হামলায় পাকিস্তানের সন্ত্রাসবাদীঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার সাথে সাথে সেখানকার বিমানঘাঁটি গুলিকেও ধ্বংস করে সমগ্র দেশকে গর্বিত করেছে। আমি ভারতীয় সেনার বীর জওয়ানদের ও দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদিজির প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জয় হিন্দ ! জয় হিন্দ কী সেনা!’

