এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ আগস্ট : নীল-সাদা রঙ করা কৃষ্ণনগর পৌরসভার যাত্রী প্রতীক্ষালয়ের এক প্রান্তে টাঙানো রয়েছে ‘দ্য লিবারেটর অফ ইন্ডিয়া’ নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বড়সড় ছবি । ছবিটির মুখ,গলা এবং শরীরের একাধিক জায়গায় ছেঁড়া আছে । তবে সবচেয়ে লজ্জাজনক বিষয় হল যে নেতাজির ছবির ঠিক নিচে থেকেই বিস্তীর্ণ অংশ জুড়ে ফেলা রয়েছে পচা আবর্জনা । আবর্জনা দেখেই অনুমান যে ওই জায়গাটিকে মূলত ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হয় । বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা গোটা তিনেক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দলকে কটাক্ষ করে বলেছেন : “তোলামূলের বাংলা ও বাঙালি প্রেম” ।
তিনি আরও লিখেছেন, ছবিটি কৃষ্ণনগর পৌরসভার যাত্রী প্রতীক্ষালয়ের, যেখানে দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু, প্রণম্য কবি দ্বিজেন্দ্রলাল রায় থেকে প্রাতঃস্মরণীয় স্বামী বিবেকানন্দ তিনজনের ছবি লাগানো রয়েছে। এখন জায়গাটি আবর্জনা স্তুপে পরিণত করেছে পৌরসভা কতৃপক্ষ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এই আপনাদের বাংলা বাঙালি প্রীতি? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দলীয় নেতৃত্ব বাংলা ও বাঙালি জাতির আবেগকে ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য কাজে লাগাতে জানেন, প্রকৃত সম্মান করেন না।
একদিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিল্লিতে ‘কর্তব্য পথে’ দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপন করেন আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা নেতাজী সুভাষ চন্দ্র বসু ও দেশপ্রেমিক কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভূমি কৃষ্ণনগরেই ওনার ছবি ছিঁড়ে ঐ জায়গাটি কে আবর্জনার স্তুপে পরিণত করে। আসলে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দল এবং তোষণবাজ তৃণমূল সরকার বাংলা ও বাঙালি বিদ্বেষী।’
প্রসঙ্গত, গোটা দেশজুড়ে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরপাকড় অভিযান চলছে । বিশেষ করে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, আসাম প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে । অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের পুশ ব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশে ।
এদিকে এই বিষয়টি বাঙালি এবং বাংলাভাষীদের ওপর নির্যাতন বলে চালিয়ে দিতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার পেটোয়া কিছু সংগঠন ৷ “বাঙালি অস্মিতা” রক্ষার নামে বীরভূম জেলার বোলপুরে রীতিমত মিছিল করেন মমতা ব্যানার্জি ৷ বিজেপির দাবি যে পশ্চিমবঙ্গের সিংহভাগ হিন্দু ভোট ব্যাংক মমতা ব্যানার্জির পাশ থেকে সরে গেছে । তাই বাংলা এবং বাঙালিকে ইস্যু করে ২০২৬ সালের বিধানসভার ভোটের বৈতরণী পার হতে চাইছেন মমতা ব্যানার্জি ।।