এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ নভেম্বর : বিধানসভার ভোটের মুখেই তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী বিধানসভার ভোটের মুখেই মমতাকে জোর ধাক্কা দিলেন শুভেন্দু, খারিজ হয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদ মমতা ব্যানার্জিকে জোর ধাক্কা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুলের বিধায়ক পদ খারিজ করা হয়েছে । ২০২১ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের পর বিজেপির টিকিটে বিধায়ক হন মুকুল৷ জিতেই ফের তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন৷ এজন্য পুরষ্কার স্বরূপ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেন স্পিকার বিমান ব্যানার্জি । কিন্তু মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনের প্রেক্ষিতে স্পিকার জানিয়েছিলেন মুকুল বিজেপিতেই আছেন, তাই তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।
স্পিকার বিমান ব্যানার্জির এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় বিজেপি৷ তার বিরুদ্ধে স্পিকারের মত গুরুত্বপূর্ণ চেয়ারে বসে দলীয় রাজনীতি করার অভিযোগ ওঠে৷ এরপর দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী৷ আজ বৃহস্পতিবার ওই মামলার শুনানি হয় এবং মামলা জেতেন শুভেন্দু । মামলার রায় সামনে আসার পরেই বিমান ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছে তিনি। শুভেন্দু অধিকারী আরও বলেছেন,মমতা ব্যানার্জির লাজলজ্জা বলে কিছু নেই ।।

