এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মার্চ : মালদা জেলার মোথাবাড়ি,মূর্শিদাবাদের নওদা,দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর,পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ বারবারিয়া গ্রাম –সাম্প্রতিক সময়ে হিন্দুদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে । সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি । শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার পর্যন্ত তাবড় বিজেপি নেতারা বাংলাদেশের হিন্দু নির্যাতনের ছায়া দেখতে পাচ্ছেন । রাজ্যের বিভিন্ন জেলাতে হিন্দুদের উপর লাগাতার হামলার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি(ডিসপ্লে পিকচার) পরিবর্তন করে দিয়েছেন । সেই ডিপিতে কালো ব্যকগ্রাউন্ডে সাদা মোটা হরফে লেখা আছে, “তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি” ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,”यतो धर्मस्ततो जयः” l ‘ইয়াতো ধর্মস্ততো জয়’। অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়। তবে আর কত-শত বার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধবো? একে অপরের পাশে দাঁড়াবো? পশ্চিমবঙ্গে দিকে দিকে আমরা হিন্দুরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমরা হিন্দু এই কারণে। আজ মোথাবাড়ি, তো কাল আমার বাড়ি আপনার বাড়ি।’
তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রনবানন্দ ব্রহ্মচারীর বাণীর কথা স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, ‘পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় স্বামী শ্রীশ্রী প্রণবানন্দ মহারাজ বলেছিলেন : “বাঙ্গালী হিন্দুর সামনে আজ একমাত্র পন্থা-বীরবিক্রমে যাবতীয় অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ ও প্রতিবিধান এবং আত্মরক্ষার জন্য সঙ্ঘবদ্ধ হওয়া।”
শুভেন্দু অধিকারী রাজ্যের হিন্দুদের আহ্বান জানান, ‘আসুন সবাই মিলে জোট বাঁধি, প্রত্যেক বাড়ির উঠোনে থাকুক তুলসি মঞ্চ, সন্ধ্যে বেলায় এলাকা মুখরিত হোক শঙ্খধ্বনিতে, নিজের এলাকার মন্দিরের সন্ধ্যা আরতি আওয়াজ ছড়িয়ে পড়ুক পুরো পাড়ায়। আমরা আক্রান্ত কারণ আমরা বিভক্ত। আমাদের অভিন্ন ধর্মীয় রীতি, আচার, আচরণ, আমাদের ঐক্যবদ্ধ শক্তির পরিচয় হয়ে উঠুক। সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে, বিপদে পড়লে আমরা যেন একে অপরের পাশে এসে দাঁড়াই। পশ্চিমবঙ্গের পক্ষপাতদুষ্ট পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই। আমরাই পারবো নিজেদের রক্ষা করতে।আর কেউ যদি ভেবে থাকে হিন্দুদের উপর অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে, আমি তাদের বলতে চাই যে হিন্দুরা আরও বেশি সংগঠিত হচ্ছে। গত কয়েক দিন ধরে যে আঘাত নেমে এসেছে হিন্দুদের ওপর, তার প্রতিবাদে আমি একদিনের জন্যে আমার সবকয়টি সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করলাম।’।