এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ মার্চ : দুই দলীয় বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামীকে সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে বিধানসভা প্রাঙ্গনে বিজেপির পরিষদীয় দলের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই সঙ্গে উত্তরপ্রদেশ,উত্তরাখন্ড,গোয়া ও মনিপুরে দলের জয়ে তিনি দলীয় বিধায়কসহ পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করান ৷
প্রসঙ্গত,বুধবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের দিন বারবার ব্যাঘাত ঘটানোর অভিযোগে সাসপেন্ড করা হয় পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে । শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন,দুই দলীয় বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা না হলে অধিবেশন চলাকালীন এভাবে বিধানসভার লবিতে তাঁরা বিক্ষোভ সমাবেশ করবেন । সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, ‘উনি লোকসভার স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছুঁড়েছিলেন । তাঁর নেতৃত্বে বিধানসভায় ভাঙচুর পর্যন্ত করা হয়েছিল । আর আজ উনি বড়বড় কথা বলছেন ।’।