এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ এপ্রিল : ফের ‘২৬ এর বদলে ২৬০ টা মুন্ডুর’ দাবি করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এবং ধুলিয়ানের দাঙ্গা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি ও তিনি করেছেন । তার অভিযোগ যে সত্যর জন দাঙ্গাবাজকে নিয়ে আসামে পালিয়েছে ফারাক্কার ঠিকাদার বরকত আলি । এছাড়া মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দু ব্যবসায়ীদের বয়কট করার ডাক দিয়েছে বলেও দাবি করে তিনি পাল্টা মুর্শিদাবাদে উৎপাদিত বিড়ি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ।
আজ বৃহস্পতিবার বিকালে বিধানসভার গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পহেলগাঁওয়ে হিন্দু নরসংহার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা বদলা চাই । ২৬ এর বদলে ২৬০ টা মুন্ডু চাই । আমরা চাই গাজার মত পাকিস্তানকে ধূলিসাৎ করে দেওয়া হোক । মোদী হ্যায় তো মুমকিন হ্যায় । ভরসা রাখুন । শুরুটা ভালোই করেছে । এর আগে ঘরে ঢুকে মেরেছিলেন । এবারও ঘরে ঢুকে সাইজ করবেন এবং গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজীর পাশে আছে ।’
সামশেরগঞ্জে এবং ধুলিয়ানে সাম্প্রদায়িক হিংসায় জড়িত ৭০ জনকে ফারাক্কার ঠিকাদার বরকত আলি আসামের নিমালিগড় রিফাইনারিতে অদক্ষ শ্রমিকের কাজে লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী । এ বিষয়ে তিনি বলেন, ‘সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের দাঙ্গা লাগানোর পরে ফারাক্কার একজন ঠিকাদার, যার নাম বরকত আলি, তিনি ব্রিজ এন্ড রূফ কোম্পানির একজন ঠিকাদার । আসামের নিমালিগড় রিফাইনারিতে দাঙ্গাবাজ ৭০ জনকে নিয়ে পালিয়েছেন এবং ওখানে অদক্ষ শ্রমিকের কাজে লাগিয়েছেন বা লাগানোর চেষ্টা করছেন বলে আমরা শুনেছি । আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা জানিয়েছি । নুমালিগড় রিফাইনারি আসাম, ব্রিজ এন্ড রুফ কোম্পানির ঠিকাদার ফারাক্কার বাসিন্দা বরকত আলি দাঙ্গাবাজ জেহাদীদেরকে আসামে নিয়ে গেছেন । আসাম পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে । আসাম পুলিশকে আমরা তালিকাও পাঠাচ্ছি।’
এরপর তিনি বলেন,’দ্বিতীয়তঃ ৯২৩২১৭৫৩৮৮ নম্বর, এই নম্বরটা প্রকাশ করতে আমি বাধ্য হচ্ছি, এই নম্বর থেকে ধুলিয়ান এবং সামশেরগঞ্জে একটা পোস্ট করা হয়েছে,”এলাকার সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে বিশেষ আবেদন, চুন্নুড় অ্যাকোয়া অ্যাক্টিভ এবং এসএমআর কাফে, মোহনের কাপড়ের দোকান, জৈন মেডিকেলকে বর্জন করুন। কোন জিনিস কিনবেন না । যারা দাঙ্গা করে তলে তলে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে । তাদের উচিত শিক্ষা দিন । আপনারা ২০ জনকে মেসেজ টা শেয়ার করুন।”
শুভেন্দু অধিকারী বলেন,ওখানে কুড়ি শতাংশের নিচে হিন্দু এবং জৈন জনসংখ্যা, তাদের কাছ থেকে জিনিসপত্র না কেনার প্রচার করছেন । আমি ফারাক্কা, শমশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরের কোটিপতি বিড়ির মালিকদেরকে অনুরোধ করছি, বিশেষ করে পতাকা বিড়ির মুস্তাক সাহেব সহ অন্যদের,এই জিনিস যদি বন্ধ না করেন তাহলে আপনারাও দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ যেখানে বিড়ি সরবরাহ করেন সেখানে কিন্তু প্রতিক্রিয়া হবে। নিউটন বলে গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। এই জিনিস আপনারা বন্ধ করবেন আশা করি ।’
পাকিস্তানের ২৬ টা পতাকা পোড়ানো
বিরোধী দলনেতা বলেন,’সর্বশেষ ২৬ জনকে খুন করেছে । তার মধ্যে ২৫ জন সনাতনি হিন্দু বলে । পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের মৃতের পরিবাররা যা স্বীকার করেছে । আমরা ১০-১২ জন বিজেপির এমএলএ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে স্বাক্ষর করতে এসেছিলাম । অত্যাচারী, জঙ্গিদের আঁতুড় ঘর, জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া পাকিস্তানের ২৬ টা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্ধন করলাম । সনাতনী অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইসরাইল যেমন গাজাকে ধ্বংস করেছে তেমনি পাকিস্তানের ধংস প্রার্থনা করলাম ।’
শুভেন্দু অধিকারী বলেন, মুর্শিদাবাদ বা পহেলগাঁও, দু’জায়গাতে হিন্দু নিধন হয়েছে । আর হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মত কিছু ভন্ড সেকুলারিজমের নামে জঙ্গি, জিহাদি এবং ইসলামী সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে ।’
পহেলগাঁও-এ ২৬ জন হিন্দুর মধ্যে একজন মুসলিমকে হত্যা করেছিল ইসলামী সন্ত্রাসবাদীরা৷ শুভেন্দু অধিকারীর কথায়,এটা একটা ভালো দিক। একজনকে কাফের বলে খুন করেছে । খুন করাটা ভালো দিক নয় । আদিল শাহের প্রতিবাদ করাটা ভালো দিক । এই কারণেই আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি । এই কারণেই নরেন্দ্র মোদীজি আরিফ মোহাম্মদ খানকে প্রথমে কেরালার রাজ্যপাল পরে বিহারের রাজ্যপাল করেছেন । এখনো দেশে এপিজে আব্দুল কালাম বা আরিফ মোহাম্মদ খান বা নাজমুল্লা হেতুল্লাহদের মত মানুষ আছেন । এছাড়া কাশ্মীরে দাঁড়িয়ে গোলাম নবী আজাদের মত মানুষরা যে ভাষায় নিন্দা করেছেন এটাও প্রশংসার যোগ্য ।’
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তথাকথিত সেকুলারিজম নিশানা করে তিনি বলেন,’কালকে মুখ্যমন্ত্রীর তিনটে সোশ্যাল মিডিয়ার পোষ্ট দেখবেন কোথাও ইসলামিক টেরোরিজম তিনি বলেননি । মুখ্যমন্ত্রী কোথাও পাকিস্তানকে আক্রমণ করেননি । উল্টে ইন্টানাল সিকিউরিটিকে ফেলিওর বলেছেন । এর উত্তর বিতান অধিকারীর স্ত্রী এবং সমীর গুহোর স্ত্রী কালকে কলকাতা বিমানবন্দরে সকলের সামনে দিয়ে দিয়েছে ।’ সাংবাদিক সম্মেলনের পর নিহত বিতান অধিকারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন বিরোধী দলনেতা ।।

