এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ সেপ্টেম্বর : বিষপানকারীর অসুস্থ শিক্ষিকার খোঁজ নিতে হাসপাতালে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রবিবার সন্ধ্যায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন পুতুল মণ্ডল (৬১) নামে ওই শিক্ষিকার খোঁজখবর নিতে যান শুভেন্দু । হাসপাতাল থেকে বেড়িয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওই শিক্ষিকা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৷ সেখানে সাধারনের যাওয়া সম্ভব নয় । তাই আমার প্রস্তাব মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছুক্ষনের জন্য অসুস্থ শিক্ষিকাকে দেখিয়েছিলেন কর্তব্যরত চিকিৎসক । দেখলাম রোগী খুবই সঙ্কটজনক অবস্থায় রয়েছেন । তবে চিকিৎসকরা জানিয়েছে ওনার শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে । কিন্তু তাঁকে এখনও ভেন্টিলেশন থেকে বের করা যায়নি ।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘পুতুল মণ্ডল নামে ওই শিক্ষিকাত বাড়ি নামখানার ফ্রেজারগঞ্জে । তিনি অমরাবতী শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকা । নিজের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য বিকাশ ভবনের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন । আজকে শিক্ষক দিবসে মাতৃসমা ওই শিক্ষিকাকে প্রণাম জানালাম ।’ পাশাপাশি তিনি বলেন,’সামান্য বেতনের ওই শিক্ষিকাকে প্রায় বাংলাদেশ বর্ডার, কোচবিহারের দিনহাটায় বদলি করা হয়েছে । এটা অত্যন্ত বেদনাদায়ক । আমি বিরোধী দলনেতা হিসাবে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো এই দমনপীড়নমূলক বদলি প্রত্যাহার করা হোক ।’ এর পর তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করে বলেন, ‘শিক্ষামন্ত্রী আগরতলা ঘনঘন যাচ্ছেন । সময় করে একবার এনাকে দেখে যান ।’
উল্লেখ্য,বদলির প্রতিবাদে গত ২৪ আগস্ট বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী শিক্ষকরা । পুলিশ বাধা দিতে গেলে আচমকাই তাঁদের কয়েকজন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন । অসুস্থও হয়ে পড়লে পুলিশ পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যায় । তার মধ্যে পুতুল মণ্ডল নামে ষাটোর্দ্ধ ওই শিক্ষিকা এখনও কলকাতায় হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৷ এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘আজ শিক্ষক দিবসের দিন আমি ভগবানের কাছে ওনার দ্রুত আরোগ্য কামনা করছি ।’।