এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ নভেম্বর : আজ সোমবার বিকালে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের হিন্দুদের প্রতিবাদের প্রধান মুখ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে মহম্মদ ইউনুসের পুলিশ । তার বিরুদ্ধে জাতীয় পতাকা ও অবমাননার অভিযোগ আনা হয়েছে । আর বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) এক জিহাদির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের ওই সন্ন্যাসীকে । এ নিয়ে প্রতিবাদ ও ওই সন্ন্যাসীকে অবিলম্বে মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে বাংলাদেশের হিন্দুরা । চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বাংলাদেশ সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে আজ রাতের মধ্যে যদি তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে পশ্চিমবঙ্গের রাস্তা দিয়ে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ করে দেবেন ।
আজ সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকরা মমতা ব্যানার্জি বাড়িতে একটা বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানতে চায় শুভেন্দু অধিকারী কাছে । উত্তরা তিনি বলেছেন, ‘মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং,ইটিং এবং সেটিং হয়েছে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই । এটা নিয়ে আমরা ভাবছিও না৷ আমরা চিন্তিত এই কারণে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিনময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডঃ ইউনুস সরকার একটু আগে গ্রেফতার করেছে । আমরা নিঃস্বার্থ মুক্তির দাবী করছি । মুক্তি দিন না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্তে সনাতনীরা অবরোধ করবে , যাতে ভারত থেকে বাংলাদেশকে সীমান্ত দিয়ে কোন পণ্য রপ্তানি করতেতে দেব না । ইউনেসকে বলব রাত্রের মধ্যেই তাকে মুক্তি দিতে হবে ।’
তিনি বলেন,’আমরা সকলে অত্যন্ত ব্যথিত ও চিন্তিত , বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুর বেলা মৌলবাদী ডক্টর ইউনিস সরকার গ্রেপ্তার করেছে । আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত ও চিন্তিত ।’
প্রসঙ্গত,গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মহম্মদ ফিরোজ খান নামে কট্টর ইসলামি রাজনৈতিক দল বিএনপির এক কর্মী । ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছিল । চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করে মহম্মদ ইউনুসের পুলিশ । মামলার পরই রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দু’জনকে গ্রেপ্তারও করা হয় । আজ গ্রেপ্তার করা হলো চিন্ময় দাস প্রভুকে । এদিকে এই সন্ন্যাসীর গ্রেফতার এর প্রতিবাদে বাংলাদেশ জুড়ে হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । দেশজুড়ে সমস্ত হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি লিখিত বিবৃতি জারি করে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারির তীব্র নিন্দা জানিয়ে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পড়ুয়ার গ্রেপ্তারি নিন্দা জারি করে একটা বিবৃত জারি করেছে । ঘোষণা করা হয়েছে আজ সন্ধ্যা সাতটায় একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে । ইতিমধ্যেই ঢাকা জুড়ে মশাল মিছিল করছে বাংলাদেশের হিন্দুরা । চিন্ময় কৃষ্ণ দাস কে রাতের মধ্যে মুক্ত করা না হলে দেশজুড়ে আন্দোলন আমার হুশিয়ারি দিয়েছে হিন্দুরা ।।