এইদিন ওয়েবডেস্ক,মাদারিহাট(আলিপুরদুয়ার),০২ নভেম্বর : বিজেপি ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে তাড়ানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আলিপুরদুয়ারে মাদারিহাট উপনির্বাচনে দলীয় প্রার্থী রাহুল লোহারের সমর্থনে আজ শনিবার সন্ধ্যায় রবীন্দ্রনগরে জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন,’মা, মেয়ে, দিদি ও বোনেদের সুরক্ষা… পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবো না । সরকার আনুন,৬ মাসের মধ্যে রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে তাড়াবো ৷’ পাশাপাশি তিনি আশ্বাস দেন,’কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প আছে মাদারিহাটে আমরা সব করব ।’ তিনি বলেন, ‘আপনারা উত্তর দিতে জানেন । মাদারিহাট ২০১৬ তেও লুট করতে পারেনি, ২০১৯ সালেও পারেনি, ২০২১ সালেও পারেনি, ২০২৪ সালের লোকসভাতেও পারেনি, উপনির্বাচনেও পারবেনা।’
সাম্প্রতিক সময়ে রাজ্যের একের পর এক জেলাতে ধর্ষণ এবং ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করেন শুভেন্দু অধিকারী । সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে তিনি বলেন,’এই রাজ্যে ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছে সরকার তাই এই ধরনের একের পর এক ঘটনা ঘটে চলেছে । এজন্য মুখ্যমন্ত্রী দায়ী । যেহেতু তিনি সাড়ে ১৩ বছর রাজ্যের পুলিশমন্ত্রী । রেকলেস… নন স্টপ এবং টার্গেট সবসময় গরিব পরিবারগুলো,তপশিলি জাতি এবং উপজাতি পরিবারগুলো । ফালাকাটা বলুন, মাটিগাড়া বলুন, হাসখালি বলুন,কালিয়াগঞ্জ বলুন,সর্বত্র নয় নমঃশূদ্র, নয় রাজবংশী, নয় পিছিয়ে পড়া সমাজ, নয় আদিবাসী পরিবার, এদের ওপর নিশানা করা হচ্ছে । বাংলায় জঙ্গল রাজ্য চলছে । এর জন্য মমতা ব্যানার্জির পুলিশ দায়ী । কেন্দ্র সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না । কারণ আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় ।’
তিনি বলেন, মোদিজীর নেতৃত্বে পকসো আইন এলো । আমাদের যে সিআরপিসি আইপিসি ছিল তা পরিবর্তন করে বিএমএস এর অধীনে মেয়েদের সুরক্ষার জন্য মোদীজি এবং অমিত শাহজি কড়া আইনে এসেছেন । মৃত্যুদণ্ডও ঘোষণা করেছেন । মাটিগাড়ার ঘটনায় সাদ্দাম বলে যে অভিযুক্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু ফাঁসি কার্যকর হয়নি । কারণ অভিযুক্ত উচ্চ আদালতে আবেদন জানিয়েছিল । কিন্তু পশ্চিমবঙ্গে যেটা চলছে তা তোষামোদ এবং আইনশৃঙ্খলা না থাকার জন্য । মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত ।’ তিনি বলেন, ‘বাংলার মানুষ ১৫ মাস পরে সরকার পরিবর্তন করুন উত্তর প্রদেশ আসাম এর মত ‘রাম নাম সত্য হ্যায়’ হবে ।’।