এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ নভেম্বর : হুগলি জেলার তারকেশ্বরে ৪ বছরের এক শিশুকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতাকে কোলে নিয়ে তার শোকার্ত মায়ের ভিডিও এক্স-এ পোস্ট করে অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । এনিয়ে তিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেছেন ।
ভিডিওতে নির্যাতিতার শোকার্ত মাকে একজন জিজ্ঞেস করেন, ‘ক’টার সময় হয়েছে ?’ উত্তরে মহিলা বলেন,’আজ ভোর ৪টের সময় ।’ মহিলা আরও বলেন, ‘মশারি ছিঁড়ে বের করে নিয়ে গেছে ।’ এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন । শুভেন্দু অধিকারী লিখেছেন,’তারকেশ্বরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। পরিবার থানায় ছুটে যায়, কিন্তু এফআইআর দায়ের করা হয়নি! হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে – চন্দননগরে রেফার করা হয়েছে। তারকেশ্বর পুলিশ অপরাধটি কবর দিতে ব্যস্ত। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীন শাসনের আসল চেহারা। একটি শিশুর জীবন শেষ করে দেওয়া হয়েছে, তবুও পুলিশ সত্যকে চাপা দিয়ে রাজ্যের ভুয়া আইনশৃঙ্খলার ভাবমূর্তি রক্ষা করছে।’
তিনি আরও লিখেছেন,’ওরা কি পুলিশ অফিসার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকার? মনে হচ্ছে তারকেশ্বর পুলিশ আইন রক্ষার শপথ ভুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আপনার শাসনামলে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা একেবারে তলানিতে পৌঁছেছে। প্রতিবার একই চিত্রনাট্য: ধর্ষণ → এফআইআর না/বিলম্বিত → হাসপাতালে রেফারেল → মিডিয়া ব্ল্যাকআউট → তৃণমূল নেতারা ধামাচাপা দিচ্ছেন! মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজনৈতিক টিকে থাকার জন্য আর কত নিষ্পাপ কন্যার জীবন বলি/ধ্বংস করতে হবে ?’ তিনি জাতীয় মানবাধিকার কমিশন,মহিলা কমিশন ও রাজ্যপালকে ট্যাগ করেছেন ।।
