এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৩ জুন : সোমবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটির তৃণমূল কর্মী নইম আলি ওরফে নেপালির বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ যার মধ্যে রয়েছে একটি স্টেন গান,৩টি দেশি রিভলভার ও প্রচুর কার্তুজ । তবে নইম আলি চম্পট দিয়েছে । নইম আলি পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দে-এর ঘনিষ্ঠ বলে পরিচিত । তবে শুধু কাউন্সিলর নয়,সে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিধায়কের সঙ্গে নইম আলির দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তিনি পরামর্শ দিয়েছেন যে বিধায়ককে জেরা করলেই নইম আলির হদিশ মিলবে ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক ! উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার বাসিন্দা নঈম আনসারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নঈম আনসারী কে প্রায়শই নির্মল ঘোষের সাথে দেখা গিয়েছে। বহুবার ওনাদের একত্রে ফ্রেমবন্দি হওয়ার ছবি ভিডিও উপলব্ধ রয়েছে। পানিহাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নঈম আনসারী(নেপালি) আবার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে এর ডান হাত হিসেবেও এলাকায় পরিচিতি রয়েছে।’
তিনি আরও লিখেছেন,’বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের পর এই মূহুর্তে নঈম আনসারী পলাতক। আমি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কে বলব আপনারা তদন্তের বিষয়ে পানিহাটির বিধায়ক নির্মল বাবুর সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চিত বিধায়ক নির্মল ঘোষ আপনাদের নঈম আনসারী কোথায় আছে তার খোঁজ দিতে পারবেন। যুব নেতা মনীশ শুক্লা খুনের আসামী ও তো নাকি ওনার আশ্রয়েই ছিলেন।’
জানা গেছে,নইম আলির বাড়ি থেকে যে স্টেনগান উদ্ধার হয়েছে সেগুলি মূলত কাশ্মীরের সন্ত্রাসীরা ব্যবহার করে । সুতরাং সন্ত্রাসীদের অস্ত্র কিভাবে পানিহাটির তৃণমূল কর্মী নইম আলির হাতে এলো তা ভেবে পাচ্ছে না পুলিশের তদন্তকারী দল । নইম আলিকে জেরা করলেই তার উত্তর মিলবে বলে মনে করছে পুলিশ ।।

