• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পরিযায়ী শ্রমিকদের চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর মাথার চিকিৎসা করানোর পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী

Eidin by Eidin
August 7, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
পরিযায়ী শ্রমিকদের চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর মাথার চিকিৎসা করানোর পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঘাটাল,০৭ আগস্ট : প্রতিবছর ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়া কার্যত বিধিলিপি হয়ে গেছে । এবারও ঘাটালের বহু এলাকা জল প্রাবিত হয়েছে । বিগত লোকসভার নির্বাচনে খোদ অভিষেক ব্যানার্জি নির্বাচনী প্রচারে গিয়ে ঘাটার মাস্টার প্ল্যান করার কথা ঘোষণা করেছিলেন । স্থানীয় তৃণমূল সাংসদ ও টালিগঞ্জের নায়ক দেবকান্ত অধিকারীও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার বারবার প্রতিশ্রুতি দিয়েছেন । কিন্তু আজও ঘাটাল মাস্টার প্ল্যান বিশ বাঁও জলে । গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা প্লাবিত এলাকায় গিয়েছিলেন । সেখানে তিনি ফের জলে নেমে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দিয়েছেন । সেই সাথে পরিযায়ী  শ্রমিকদের জন্য বেশ কিছু সরকারি সহায়তা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন । কিন্তু আজ বৃহস্পতিবার ঘাটাল সফর করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই সফরকে “তু খিঁচ মেরি ফটো” বলে বিদ্রুপ করেছেন। পাশাপাশি তিনি ঘাটালবাসীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘৩৪ বছর সিপিএম করেনি,১৪ বছর মমতা করেনি, ২৬শে বিজেপিকে আনুন, বিজেপি করবে ঘাটাল মাস্টার প্লান ।’ সেই সাথে তিনি পরিযায়ী শ্রমিকদের চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর মাথার চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন । 

শুভেন্দু অধিকারী বলেন, বন্যা পিড়ীতরা আমার কাছে 

অপর্যাপ্ত ত্রাণ, ত্রাণে দলবাজি, বিশেষ করে শিশু খাদ্যের অভাব, পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছে বলে অভিযোগ জানিয়েছেন  ।’ তিনি বলেন,’পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ মিথ্যাবাদী, যার মিথ্যা লগ্নে জন্ম, সেই মমতা ঘাটালে এসেছিলেন…. “তু খিঁচ মেরি ফটো” ।  তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি ।’

তিনি বলেন,’অহংকারী, দাম্ভিক, দুর্নীতির শিরোমণি, গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। চাকরি নাই, শিল্প নেই। আলু চাষী, ধান চাষিরা খতম । ৮২০০ স্কুল বন্ধ । ৬৮৮৮ শিল্প বন্ধ । তিনি ঘাটালে এলেন । এক গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী দাঁড়িয়ে আছেন ডাঙ্গায় । আর একজন চাকর মেদিনীপুরের লজ্জা মানুষ ভূঁইয়া, সে দাঁড়িয়ে আছে পাশে । আর দিদি চটি খুলে জলে নেমে ক্যামেরার সামনে  ‘তু খিঁচ মেরি ফটো’ ।’

তিনি বলেন,’তারপরে ‘তু খিঁচ মেরি ফটো’ হতে হতে কি বললেন ? এক,পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তাদের লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়া হবে।লক্ষীর ভান্ডার কত? হাজার টাকা । চালের বস্তা কত?  সাড়ে তিন হাজার টাকা । মোবাইলে রিচার্জ করতে কত নেয়? সাড়ে ৩০০ টাকা । কাকে বলছেন এসব কথা ? দাসপুরের লোকেদের ? আরে এরা মাসে হাজার টাকার বেশি রোজগার করে । আপনি বলছেন চলে আসুন হাজার টাকা দেব?  ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদের বলবো আপনারা চাঁদা তুলে এই মহিলার মাথার চিকিৎসা করান । শুভেন্দু অধিকারী বলেন, এলাকার পরিযায়ী শ্রমিকরা সুরাট, পুনেতে গিয়ে কোটি কোটি টাকা রোজগার করেন । তাদের পাকা বাড়ি গুলো দেখুন ।’ 

তিনি বলেন,’আর আপনার ভুয়া স্বাস্থ্য সাথী কার্ড ঘাটালের কোন নার্সিংহোম নেয়? তার পরিবর্তে ভারত সরকারের আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে সব চিকিৎসা করতে পারবেন । আপনার কথায় কেউ টুপি পড়বেনা। আমি ছত্রিশগড়, দিল্লি,মুম্বাই,পুনেতে ভোট প্রচারে গিয়েছিলাম । তারা বলছেন দাদা, এবারে ভোটের একমাস আগে আর যাব, ২৬ এর নির্বাচন মমতার বিসর্জন ।’ 

শুভেন্দু অধিকারী বলেন, ‘দুই,পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন । কেউ আপনার টুপি পড়বেনা । আপনার কথায় বাঙালি মুসলমানরা আসতে পারে কিন্তু কোন হিন্দু পরিযায়ী শ্রমিকরা আসবেন না, নিশ্চিন্ত থাকুন । 

তিন,তারপর বলছে কেন্দ্র সরকার টাকা দেয় না।’ এরপর তিনি কেন্দ্র সরকারের পাঠানো ত্রাণের পরিসংখ্যান তুলে ধরে বলেন,’২০১৫-১৬ মোদীজি ত্রাণে দিয়েছেন ১,১০৪ কোটি । ২০১৯-২০ বুলবুলে দিয়েছেন ৭১৫ কোটি । ২০২০ আমফানে প্রাথমিক ১০০০ কোটি টাকা এবং পরে ৩৫০ কোটি টাকা নরেন্দ্র মোদি দিয়েছেন । ২০২৪ সালে বন্যার ত্রানে দিয়েছেন ৪৬৮ কোটি টাকা । কোথায় গেল সেই টাকা ? সব ভাইপো ঝেপে গেছে । তোলাবাজ ভাইপো । কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল পিছু আড়াই টাকা করে নেয় ।’ 

তৃণমূলেত বাংলা ভাষা আন্দোলন নিয়ে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘তার ডান সাইডে কে?  ববি, তার নাম ফিরহাদ হাকিম । সে বলছে ৫০ শতাংশ বাঙালি উর্দুতে কথা না বললে আমার ঘুম হচ্ছে না । কোনো বাংলা বাঙালির গল্প নেই । রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে । ভোটার তালিকা থেকে এরা বাদ গেলে পিসিমণি চিতপটাং । তাই এত কান্নাকাটি ।’ 

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে নিজের গলার উত্তরীয় খুলে পরানোয় মমতা ব্যানার্জির ফের নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘বিদ্যাসাগর মহোদয়কে উত্তরীয় পরাতে পারেন না । নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগর মহোদয়কে পড়িয়েছে । তাও পুলিশের হাত দিয়ে,  ঝারগ্রামের আইসি শৈলেশ উপাধ্যায়ের হাত দিয়ে । আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি । আপনি কে হরিদাস ?’ শুভেন্দু অধিকারী বলেন,’আর ওর ভাইপোটা তো আরো বড় জ্ঞানী । ২০২১ সালের বিধানসভার ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপো । বলছে বর্ণপরিচয় স্রষ্টা সতীশ সামন্ত । এত জ্ঞানী ?’

শুভেন্দু অধিকারী জানান যে বিজেপি নেতৃত্ব সামান্য ক্ষমতায় বারোটা-ত্রান শিবির চালিয়েছে। তিনি আরও জানান ১৪ আগস্ট থেকে ১৭ আগস্ট তিন দিন ধরে বিজেপি ঘাটালে বানভাসি এলাকায় বিশেষ ত্রাণ শিবির চালাবে । সবশেষে বিরোধী দলনেতা বলেন,”৩৪ বছর সিপিএম করেনি,১৪ বছর মমতা করেনি, ২৬শে বিজেপিকে আনুন, বিজেপি করবে ঘাটাল মাস্টার প্লান” ।।

Previous Post

ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আব্দুল মুহাইমিনের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে হিন্দু পড়ুয়াদের বিক্ষোভ

Next Post

নিকাহ অনুষ্ঠানে খাওয়ার নিমন্ত্রণ না করায় দল বেঁধে এসে হামলা চালালো বরের জামাইবাবু, রণক্ষেত্র চট্টগ্রামের বাঁশখালী, বর-কনেসহ দু’পক্ষের আহত ১০, লুট হয়েছে বিরিয়ানির হাঁড়িগুলি

Next Post
নিকাহ অনুষ্ঠানে খাওয়ার নিমন্ত্রণ না করায় দল বেঁধে এসে হামলা চালালো বরের জামাইবাবু, রণক্ষেত্র চট্টগ্রামের বাঁশখালী, বর-কনেসহ দু’পক্ষের আহত ১০, লুট হয়েছে বিরিয়ানির হাঁড়িগুলি

নিকাহ অনুষ্ঠানে খাওয়ার নিমন্ত্রণ না করায় দল বেঁধে এসে হামলা চালালো বরের জামাইবাবু, রণক্ষেত্র চট্টগ্রামের বাঁশখালী, বর-কনেসহ দু'পক্ষের আহত ১০, লুট হয়েছে বিরিয়ানির হাঁড়িগুলি

No Result
View All Result

Recent Posts

  • লগ্নজিতার “জাগো মা” গান গাওয়ার অপরাধে হামলার পর এবার “প্রতিবাদী” কন্ঠশিল্পি পল্লব কীর্তনিয়ার ভাতারের অনুষ্ঠান বাতিল, কাঠগড়ায় শাসকদল
  • বক্স অফিস তোলপাড় করছে “ধুরন্ধর”, ১৫ তম দিনেও আয় করেছে ২৩ কোটি টাকা  
  • ‘অপারেশন সিন্দুর’-এর সময় পাকিস্তানের পক্ষ নেওয়া তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নিল মোদী সরকার  
  • ‘ভারতীয় ক্রিকেট খুবই অদ্ভুত’ : উথাপ্পা বললেন গিল এবং জিতেশের জন্য তার দুঃখ লাগছে 
  • ফের পরকীয়ার বলি স্বামী, প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে খুন করে দেহ গ্রাইন্ডারে পিষে ড্রেনে ফেলে দিল ঘাতক স্ত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.