এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৪ মার্চ : নিজের নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ভিডিও ও ছবি শেয়ার করে তিনি লিখেছেন,আর এল দিন পশ্চিমবঙ্গে প্রতিমা অপবিত্র করার আরেকটি ঘৃণ্য কাজ ঘটেছে । নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ এলাকার কামালপুরের গ্রামবাসীরা গত মঙ্গলবার থেকে স্থানীয় কিছু পূজা উৎসব উদযাপন করছিল। পূজা এবং রাম নারায়ণ কীর্তন শান্তিপূর্ণভাবে চলছিল। গতকাল, মধ্যরাতে, একজন গ্রামবাসী বাড়ি ফেরার সময় দেখতে পান যে প্রতিমা ভাঙা হয়েছে। তিনি অন্যান্য গ্রামবাসীদের জানান, যারা পরে জড়ো হয়ে এই ভয়াবহ ঘটনাটি প্রত্যক্ষ করেন।’
তিনি রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়ে লিখেছেন,’আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি-এর কাছে অনুরোধ করছি যেন তারা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং স্থানীয় পুলিশকে নির্দেশ দেন যেন তারা দ্রুত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনেন। সনাতন ধর্মীয় কার্যকলাপকে লক্ষ্য করে বারবার এই ধরনের জঘন্য কাজ সমাজে সাম্প্রদায়িক বিভেদ আরও বাড়াবে। পশ্চিমবঙ্গ পুলিশের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া এবং এই ধরনের জঘন্য কাজের উপর আড়াল না করা ।’।