এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জুলাই : আরজি করের তরুনী চিকিৎসক “অভয়া” র ধর্ষণ-খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের’ দাবিতে ফের আগামী ৯ই আগস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক দেওয়া হয়েছে । অভয়ার বাবা-মায়ের আহ্বানে এই অভিযানের আয়োজক হিসাবে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর কথা বলা হলেও সমগ্র অভিযানটি নিজ হাতে পরিচালনা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ কলকাতার আইসিসিআর-এ তার প্রস্তুতি সভায় বিরোধী দলনেতা জানিয়েছেন, “দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ” চেয়ে অন্তত ৫ লাখ মানুষ ‘নবান্ন অভিযান’-এ অংশগ্রহণ করবে । তিনি দলমত নির্বিশেষে এই অভিযানে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান ।
‘নবান্ন অভিযান’-এর আজকের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অভয়ার মা-বাবাও । ছিলেই আগের নবান্ন অভিযানে গ্রেপ্তার হওয়া শতাধিক কলেজ।ছাত্রছাত্রী । শুভেন্দু অধিকারী বলেন, একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে দায়িত্বমুক্তির কথা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি । সুরক্ষা ও স্বাস্থ্য দপ্তরকে আবর্জনায় পরিণত করেছেন মুখ্যমন্ত্রী । যিনি পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেই সব ঘটনাকেই আড়াল করেছেন । পার্কস্ট্রিট,কামদুনি, কাকদ্বীপ,হাঁসখালি,কালিয়াগঞ্জ এবং সর্বশেষ বোন অভয়ার ক্ষেত্রে তিনি একই কাজ করেছেন ।’ তিনি বলেন,’এর বিরুদ্ধে আন্দোলন করে সরানো ছাড়া অন্য কোন বিকল্প নেই।’ সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, ‘সিবিআই কোনো সরকারি সংস্থা নয়, স্বশাসিত সংস্থা ।’
শুভেন্দু অধিকারী বলেন,’অন্য কেউ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী থাকলে প্রমাণ লোপাট করত না । ১৪ই আগস্ট অতীন ঘোষকে দিয়ে আরজি কর ভাঙতো না । টালা থানার ওসিকে জেলে যেতে হত । চাকরি থেকে সাসপেন্ড হয়ে যেতেন । ডিসি অভিষেক গুপ্তার চাকরি থাকতো না । ডিসি ইন্দিরা মুখার্জির চাকরি থাকতো না । সিপি বিনীত গোয়েল দীঘায় গিয়ে কালচারাল সেন্টারের রথের রশি ধরে টানছেন,সেই সুযোগ পেতেন না । তার চাকরি যেতো, ডিসমিস হত, জেলে থাকত । সন্দীপ ঘোষ বাড়িতে এসি চালিয়ে আরামে থাকতে পারতেন না । সে লোকেদের লোকেদের আরজি করে কোন ডিউটি ছিল না – সুশান্ত রায়, অভিক দে, নারায়ণ স্বরূপ নিগমরা কেউই তাদের চেয়ারে বসতে পারতেন না । আজকে এই মুখ্যমন্ত্রী আছে বলে পুরো এই বেআইনি চক্রটাকে সুরক্ষা দিয়েছেন । তাই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে চিকিৎসক বোনের বাবা-মায়ের ঘোষিত ৯ ও ১৪ আগস্টের কর্মসূচি আমাদের সকল করতেই হবে ।’ তিনি জানিয়েছেন যে গোটা রাজ্য জুড়ে বিজেপির তরফ থেকে নবান্ন অভিযানের পোস্টার লাগানো হবে । কোন প্রকার দলীয় পতাকা ছাড়াই অন্তত ৫ লাখ জনসমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন । নবান্ন অভিযানের জন্য আজ একটি ওয়েববাইট (www.nabannaavijan.com) চালু করা হয়েছে ।।


