এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৬ অক্টোবর : দুর্যোগ কবলিত এলাকার মানুষদের খোঁজ নিতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । বিজেপি বিধায়ক সুস্থ হলেও সাংসদ এখনো শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে আজ শিলিগুড়ির ওই হাসপাতালে গিয়েছিলেন বিরোধী দলনেতা । পরে তিনি যে জায়গায় দলীয় সাংসদ ও বিধায়ক আক্রান্ত হন সেই নাগরাকাটায় বিশাল মিছিল করেন । প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হাতে তীর-ধনুক নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন ।
আজ সকাল সাড়ে ৮ টা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে নেমেই খগেন মুর্মুর স্বাস্থ্যের খোঁজ নিতে শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালে যান শুভেন্দু অধিকারী৷ তিনি জানান,খগেন মুর্মুর স্বাভাবিক জীবনে ফিরে আসতে ও স্বাভাবিক খাদ্যগ্রহণ করতে আরও অন্তত ২ মাস সময় লাগবে৷ প্রতিবাদ মিছিল শেষে একটি সভায় তিনি বলেন,’শুধু বদলা নয়,সুদে-আসলে বদলা হবে।’।

