এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৭ ডিসেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের জেলেমারা গ্রামের সক্রিয় বিজেপি কর্মী গৌরাঙ্গ ধরার বাড়িতে সাদা পোশাকে ঢুকে মহিলাদের উপর হামলাকারী এক সাব ইনস্পেকটর ও ৫ সিভিক ভলান্টিয়ারের নাম ও ছবি প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নন্দীগ্রাম থানার আইসির নির্দেশে গৌরাঙ্গকে না পেয়ে না পেয়ে পুলিশ তার স্ত্রী ও ছোটো কন্যার উপর অত্যাচার করে, মারধর ও করে, বাচ্ছাটি কে ফেলে দেওয়া হয়, মহিলার পরনের পোশাক ছিঁড়ে দেয় বলে অভিযোগ তার ।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, নন্দীগ্রাম থানার এসআই মুকুল মল্লিকের নেতৃত্বে এই হামলা হয় । তার সঙ্গে থাকা ৫ জন সিভিক ভলান্টিয়ারের নাম ও ছবিও প্রকাশ্যে এনেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় জড়িত ছিল বিশ্বজিৎ জানা,ইন্দ্রজিৎ পাহাড়ি, গোপাল ঘোড়াই, নবকুমার মিশ্র ও নাসির আহমেদ ।
তিনি লিখেছেন,’নন্দীগ্রাম থানার এসআই মুকুল মল্লিকের নেতৃত্বে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের অবমাননা করে সিভিক ভলান্টিয়ারের বাহিনী সঙ্গে নিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে সাধারণ পোষাকে, সকাল ১১.৩০ নাগাদ কোনোও মহিলা পুলিশকর্মী ছাড়াই বিজেপি কার্যকর্তাকে তার বাড়ি থেকে তুলতে গিয়েছিলেন, এবং তাকে না পেয়ে তার স্ত্রী ও বাচ্চা কে শারীরিক হেনস্থা করে বীরত্ব ফলিয়ে এসেছেন। উক্ত ‘বীর’ পুলিশ কর্মচারী ও সিভিকদের ছবি নিচে দিলাম। এদের চিনে রাখা প্রয়োজন ।’।
