এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ সেপ্টেম্বর : বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিটের সভাপতি এ. বি. সোহেলের নেতৃত্বে গত ২রা সেপ্টেম্বর কলেজ গেটের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হয় । এনিয়ে প্রতিবাদে সরব হচ্ছে বিজেপি । আজ সোমবার বিকেলে কলকাতার আইসিসিআর-এ বিশ্বকবিকে মাল্যদান ও প্রণাম নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী৷ পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গলায় ঝুলিয়ে আইসিসিআর থেকে রবীন্দ্রসদন পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা করেন তিনি । কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তৃণমূলের ওই ছাত্র নেতাকে “অশিক্ষিত, বর্বর, জঘন্য, সমাজ বিরোধী” বলে অবিহিত করেন শুভেন্দু অধিকারী । তিনি তাকে গ্রেফতারের পাশাপাশি কবিগুরুর ছবি পোড়ানোর ঘটনায় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান ।
শুভেন্দু অধিকারী তার ভাষণে বলেন,’আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবসও নয়, তিরোধান দিবস নয়৷ তাহলে আজকে আমরা এতগুলো বাঙালি এখানে কেন এখানে জড়ো হয়েছি ?’ তিনি বলেন,’পশ্চিমবঙ্গে যারা আজ ক্ষমতায় আছে তারা বিশেষ সম্প্রদায়ের জিহাদীদের নিয়ে চলছে । যারা মুঘল, পাঠানদের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় । অবিভক্ত পূর্ববঙ্গ ও আজকের বাংলাদেশে অবনীন্দ্রনাথ ঠাকুর,সত্যজিত রায়ের বসত বাড়িতে সম্প্রতি জামাতের যে তান্ডব সেটা দেখে উৎসাহিত হয়ে গতকাল মালদার চাঁচল কলেজের গেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর সাহস দেখিয়েছে ।’
শুভেন্দু অধিকারী বলেছেন,’আমি মনে করি এটা সমগ্র ভারতবাসীর অপমান। এটা সমগ্র বঙ্গবাসীর অপমান । বাংলা ও বাঙালির হৃদয়কে তছনছ করে দিয়েছে এই ভিডিও । আমরা অত্যন্ত ব্যথিত ও লজ্জিত ।’ তিনি বলেন,’এই রাজ্যের সরকার যারা রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য ভাষা আন্দোলন করছে । পুলিশ প্রশাসন অদ্যাবধি ওই লুম্পেনকে গ্রেপ্তার করেনি । গ্রেপ্তার না করার একটাই কারণ সে মমতা ব্যানার্জির বিশেষ ভোটব্যাংকের একজন । এছাড়া পশ্চিমবঙ্গের শাসক দলের ছাত্র শাখার একটি অশিক্ষিত, বর্বর, জঘন্য, সমাজ বিরোধী নেতা ।’ এদিন কলকাতার আইসিসিআর-এ বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি ছিলেন বিজেপির কালচারাল সেলের সভাপতি অভিনেতা রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পন্ডা প্রমুখ ।।