এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের প্রমান নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ বুধবার শুভেন্দু ও তার দুই সহযোগীরা প্রত্যেকে দু’হাতে কাগজের স্তুপকৃত বান্ডিল নিয়ে কমিশনের অফিসে ঢোকেন । তিনি জানান, এগুলো কাঁথি,তমলুকসহ পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি লোকসভার ভূয়ো ভোটারের প্রমানের প্রিন্ট কপি । এর বাইরে একটা পেইন ড্রাইভে রাজ্য জুড়ে ভূয়ো ভোটারের প্রমান ডাউনলোড করা আছে,যেটি তিনি কমিশনের হাতে তুলে দিয়েছেন ৷ এসবই ডবল বা ট্রিপল এন্ট্রি ভোটার,যেগুলির ভোট তৃণমূলের পক্ষে পড়ত বলে তিনি দাবি করেন ।
শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কমিশনের নিয়োগ করা ৭৬ হাজার বিএলও-এর তালিকার মধ্যে বিজেপির পক্ষ থেকে ৫৭০০ বিএলও-সম্পর্কে অভিযোগ জানানো হয়৷ তার মধ্যে কিছু বিএলও-দের কমিশনের গাইডলাইন মেনে নিয়োগ করা হয়নি৷ বাকিদের রাজনৈতিক আনুগত্য বা পরিচয় যুক্ত বিএলও । কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তার ৷
তিনি জানান,আজ সিইও এবং জয়েন্ট সিইও জানান যে ৫৭০০ বিএলও এর মধ্যে ৭০% এর রিপোর্ট আনিয়েছেন। যেগুলো সত্যতা যাচাই করতে পারেননি তারা৷ মাত্র ৩০০ জনের ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে৷ আর ৭০% এর ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মেনেই আরও বা এই আরও-রা নিয়োগ করেছেন বলে কমিশন তাদের জানায় । সেক্ষেত্রে বিজেপির অভিযোগ যথাযথ নয় বলে জানিয়েছে কমিশন৷ শুভেন্দু জানান,এই বিষয়ে ১৬ নভেম্বরের মধ্যে লিখিতভাবে কমিশনের কাছে তথ্য চাওয়া হয়েছে ।
বিরোধী দলনেতা জানিয়েছেন,বিজেপির কন্ট্রোল রুম থেকে কমিশনের কাছে মোট ৬৫ টি অভিযোগ জানানো হয়েছে । তার মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে বিএলও-দের গননা ফর্ম বিতরণ । কোথাও বিজেপির কার্ড ইস্যু করা বিএলএ-২ কে বাদ দিয়ে বাড়ি বাড়ি ঘোরা ৷ বিজেপির বিএলএ-২ কে মারধর । বিশেষ করে তিনি কোচবিহারে বিজেপির বিএলএ-২ কে জুতোর মালা পরিয়ে ঘোরানো এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন । পুলিশ “তৃণমূলের ক্যাডার”-এর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন শুভেন্দু । তিনি বলেন,ওই ৬৫টি অভিযোগের অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপিকে দেওয়ার দাবি করেছেন শুভেন্দু ।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, কিছু জেলাশাসক আই প্যাকের আলাদা অ্যাপসের সঙ্গে যুক্ত । তিনি সেই সমস্ত ডিএমদের সতর্ক করে বলেন,’তৃণমূল বা আই প্যাক আপনাদের বাঁচাতে পারবে না ।’ এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েষা রানীর নাম উল্লেখ করেছেন। এর আগেও প্রকাশ্য জনসভায় আয়েষা রানীকে সরানোর দাবি তোলেন বিরোধী দলনেতা ।।
Writer : Eidin.

