এইদিন ওয়েবডেস্ক,ডেবরা(পশ্চিম মেদিনীপুর), ৩১ অক্টোবর : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় পথ দূর্ঘটনায় নিহত ৫ জন ফুলচাষির পরিবারের হাতে ১ লক্ষ টাকা করে তুলে দিয়ে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি জনৈক নিহত ফুলচাষির ছেলে যাতে ভারত সেবাশ্রম সংঘের আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থাসহ পরিবারগুলির পাশে সর্বোতভাবে থাকার আশ্বাস দিয়েছেন তিনি । শুভেন্দু অধিকারী এই দূর্ঘটনা প্রসঙ্গে রাজ্যের ট্রাফিক পুলিশকে দোষী করে নিজের ফেসবুক পেজে লিখেছেন,’মমতা ব্যানার্জীর তোলাবাজ ট্রাফিক পুলিশের অপদার্থতার পরিণাম এই মর্মান্তিক পথদুর্ঘটনা। এখন ট্রাফিকের কাজই হল তোলা আদায়, সাধারণের জন্য মমতা পুলিশ নয়।’
দূর্ঘটনাটি ঘটে গত ২৮শে অক্টোবর লক্ষ্মীপুজোর দিন । ভোরের আলো ফোটার আগেই ফুল বিক্রির জন্য একটি পিক আপ ভ্যানে চড়ে বাজারের উদ্দেশ্যে রওনা হন ওই ৫ ফুলচাষি । কিন্তু তারা যখন ডেবরা টোল প্লাজার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পিক আপ ভ্যানে ফুল বোঝাই করছিলেন ঠিক তখনই একটি বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই ট্রাক পিছন থেকে এসে তাদের পিষে দেয় । যার জেরেই পাঁচ ফুল ব্যবসায়ী সহ ওই পিক ভ্যানের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ আহত হন আরও বেশ কয়েকজন ৷
এই দূর্ঘটনার বিষয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’অমরনাথ আর পূর্নেন্দু মাঝি মিলে আমার স্পীড আটকানোর জন্য সর্বদা সচেষ্ট৷ আর এখানকার গরীব মানুষদের বাঁচানোর জন্য ওদের কোনো পরিকল্পনা নেই । এখানে ট্রাফিকের ব্যবস্থা ও ফুট ওভারব্রিজ করা উচিত ছিল । এখানকার বিধায়ক, সাংসদ,জেলা শাসক,পুলিশ সুপার যদি ঘুমায়,আর পুলিশের কাজ যদি গরুর পালকে হাঁটিয়ে হাঁটিয়ে ঝাড়গ্রাম থেকে পার করানো আর বালি থেকে টাকা তোলা হয় তাহলে এভাবে গরীব লোকেরা মরবে ।’ এদিন নিহত ফুলচাষিদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান শুভেন্দু অধিকারী ।।