এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মার্চ : বর্তমানে সিবিআই-এর হেফাজতে সন্দেশখালি ‘ত্রাস’ তৃণমূল নেতা শেখ শাহজাহান । এরই মাঝে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অভিযোগ যে পুলিশের হেফাজতে থাকার সময় শাহজাহানের ‘আই ফোন ৩’ বাজেয়াপ্ত করা হয় ।
তোমার লোপাট এর জন্য সেই ফোনটিকে ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি ।
নিজের এক্স হ্যান্ডেল-এ শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘শেখ শাহজাহান যখন মমতা পুলিশের ‘শেল্টারে’ ছিলেন, তার ‘তথাকথিত গ্রেফতার’ হওয়ার আগে ‘আমিনুল’ নামে একজন মমতার পুলিশ অফিসার তার আই ফোন ৩ বাজেয়াপ্ত (অনুষ্ঠানিকভাবে) করে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। আমার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত নয় যে মোবাইল ফোনটি এখন তাদের হেফাজতে আছে নাকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে । আমি সিবিআই হেডকোয়ার্টার কে অনুরোধ করব দয়া করে এটি দেখার জন্য।
উল্লিখিত মোবাইল ফোনে ব্যবহৃত মোবাইল নম্বরটি হল +৯১ ৯৭৩৩৮০৪৫০৬ । শেখ শাহজাহান টালামুল পার্টির শীর্ষস্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে এই ডিভাইসটি ব্যবহার করতেন ।’
প্রসঙ্গত,শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে সন্দেশখালি মহিলাদের পার্টি অফিসের ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ,খুন, জমি জায়গা জোর করে দখল করে মাছের ভেড়ি বানানো প্রভৃতি মারাত্মক সব অভিযোগ উঠেছে । তবে সিবিআই মূলত ইডি আধিকারিকদের ওপর হামলার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে । ইতিমধ্যে সিবিআইয়ের রাডারে রয়েছে শাহজাহানের ৮ ঘনিষ্ঠ ব্যক্তি । তাদের মধ্যে অন্যতম জিয়াউদ্দিন, শাহজাহানের ইট ভাটা, ভেড়িতে শ্রমিকের যোগান দেওয়াসহ বিভিন্ন ব্যবসা দেখভাল করা সইফুদ্দিন, শাহজাহানের গাড়ি চালক মারুক মীর প্রমুখ । তবে গত ৫ জানুয়ারী ইডির ওপর হামলা পরিচালনা করেছিল মূলত জিয়াউদ্দিন এবং হামলার আগে সে শাহজাহানের সঙ্গে ফোনে একাধিকবার কথাও বলেছিল বলে জানতে পেরেছি সিবিআই । শুক্রবার সন্দেশখালির সড়বেড়িয়া এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন সিবিআইয়ের আধিকারিকরা । সিবিআইয়ের সাথে ছিলেন দুজন ইডির আধিকারিক । তারা এলাকায় ভিডিওগ্রাফি করেন এবং ফরেনসিক পরীক্ষা করেন । তদন্তকারী দল জানতে পারে যে সেখানে বেশ কয়েকটি অপরাধমূলক নথি ছিল এবং বেশ কিছু অস্ত্রও ব্যবহার করা হয়েছিল । জানা গেছে, ইডির উপর হামলার পর সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে ৩০৭(খুলে চেষ্টা) এবং ৩৯২ ধারা সহ মোট তিনটি ও অতিরিক্ত ধারা যুক্ত করা হয়েছে ।।