এইদিন ওয়েবডেস্ক,বীরভুম,১৩ জুলাই : বিরোধীদের “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুঙ্কার দেওয়া তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড়ে ফুটলো পদ্মফুল । আজ রবিবার বীরভূমের সাঁইথিয়ার ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের সবগুলিই জিতে নিয়েছে বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের জয়ে উচ্ছ্বসিত । তিনি “চোরেদের পরাজিত” করায় নির্বাচিত “রাষ্ট্রবাদীদের” কৃতজ্ঞতা জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন । শুভেন্দু লিখেছেন,’বীরভুমের ময়ুরেশ্বর বিধানসভায়, ময়ুরেশ্বর ২ ব্লকের ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচনে ৯-০ ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’

সাঁইথিয়ার ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে অংশ নিয়েছিল বিজেপি, তৃণমূল এবং সিপিএম । মোট ভোটারের সংখ্যা ৯২৮। আজ রবিবার ফলাফল ঘোষণা হওয়ার পর তৃণমূল ও তাদের জোটসঙ্গী সিপিএমকে হতাশ হতে হয় । বিজেপির কাছে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে শাসকদল ও সিপিএমকে । এদিকে সবকটি আসনে জিতে স্বভাবতই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। গেরুয়া আবির খেলেন। পরস্পরকে মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা। মিছিলও করেন ।
প্রসঙ্গত,বীরভূমে ২ টি লোকসভা আসন তৃণমূলের দখলে । বিগত বিধানসভা ভোটে ১১টি আসনের মধ্যে ১০টি পায় তৃণমূল । কিন্তু গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে বাড়ি ফিরে আসার পর দৃশ্যপট অনেক বদলে গেছে । অনুব্রতর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে জেলা সভাপতিত্ব । উত্থান ঘটেছে বীরভূম জেলা পরিষদের তৃণমূল নেতা ও সভাধিপতি, কাজল শেখের । দিনে দিনে অনুব্রত মণ্ডলের পায়ের তলা থেকে রাজনৈতিক জমি সরে যাচ্ছে । ফলে মমতা ব্যানার্জির প্রিয়পাত্র “কেষ্ট” ক্রমশ দলে গুরুত্ব হারাচ্ছেন বলে মনে করা হচ্ছে । পাশাপাশি উলোটপুরাণ দেখা যাচ্ছে অনুব্রতর গড়ে । অনুব্রত জেল থেকে ফেরার পর তৃণমূলের হিন্দু কর্মীদের বিজেপিতে যোগদানের হিড়িকও লক্ষ্য করা যাচ্ছে । যা নিয়ে কেষ্টকে আগেই সতর্ক করে দিয়েছেন মমতা । কিন্তু তার পরেও সাঁইথিয়ার ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্য ২০২৬ এর বিধানসভার ভোটের আগে শাসকদলের কাছে অশনিসংকেত বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল ।।

