এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ নভেম্বর : গত পরশু নদীয়া জেলার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জ করেছিল। সেই সময় নেতৃত্বে ছিলেন কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস । উত্তেজনার মুহুর্তে মেজাজ হারিয়ে আইসিকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে শোনা যায় । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন) ওই পুলিশ আধিকারিককে পূণ্যার্থীদের উদ্দেশ্যে “একটা আওয়াজ বেরুলেই মা# ক্যালাবো” এবং “চকের পাড়া বা# চুতিয়া”, “চকের পাড়াকে এখানে কুত্তার মত করে ফেলে রেখে দেবো” প্রভৃতি বলতে করতে শোনা যায় । সেই ভিডিও এক্স-এ শেয়ার করে নিন্দায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ফের একবার কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের নিন্দায় সরব হলেন বিরোধী দলনেতা । নিজের নির্বাচনী এলাকা নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনারে সাংবাদিক বৈঠকে ওই পুলিশ আধিকারিকের প্রকৃত ধর্ম পরিচয় নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন তিনি । শুধু তাইই নয়,ওই পুলিশ আধিকারিকের “ডিএনএ টেস্ট” করার কথাও বলতে শোনা যায় তাকে ।
শুভেন্দু অধিকারী বলেছেন,এই মুখের ভাষা ? এই অমলেন্দু, আমার বহু লোককে ডিসটার্ব করার জন্য ওকে পাঠিয়েছিল । অমরনাথ(পুলিশ সুপার) যেখানে যাবে ওকে নিয়ে যায়। অমরনাথের মাল তুলে নির্দিষ্ট কিছু আইসি । জলেশ্বর ছিল, রিটায়ার করেছে, নবদ্বীপে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে ।’ তিনি বলেন,’চিটিংবাজ ছোকড়া অমরনাথ যেখানে যেখানে যায় সেখানে অমলেন্দুকে নিয়ে যায় । আর এর ভাষায় এরকম।এর আগে জাঙ্গিপাড়াতেও “জয় শ্রীরাম” বলবেন কেন বলে একই কাজ করেছিল। এর ডিএনএ টেস্ট করতে হবে,অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে । এই ভাষা, কৃষ্ণনগরের মতো একটা ঐতিহ্যবাহী এলাকায় ?”
শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন 👇
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার রাতে কৃষ্ণনগরের চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন ছিল। পুলিশের অভিযোগ যে প্রশাসনের দেখানো নির্দিষ্ট জায়গায় প্রতিমা না রেখে অন্যত্র প্রতিমা দাঁড় করিয়ে রাখে তারা৷ যে কারণে অন্যান্য প্রতিমা নিরঞ্জনে বাধার সৃষ্টি হয় । পুলিশের অভিযোগ যে কর্তব্যরত দুই মহিলা কনস্টেবলকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল । যে কারণে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ।’
তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মামলা রজু করা হয়েছে বলে জানা গেছে ।।

