এইদিন ওয়েবডেস্ক,হলদিয়া(পূর্ব মেদিনীপুর),১৩ মার্চ : মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে উন্মাদ-হাফ ম্যাড ও পাগল আখ্যা দিয়ে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’ওকে আমার কেশাগ্র স্পর্শ করে দেখতে বলবেন৷’ শুভেন্দুর মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা করে ছুড়ে ফেলার’ মন্তব্যের পর হুমায়ুন কবির হুমকি দেন যে মুর্শিদাবাদে বিরোধী দলনেতা গেলে তিনি দেখে নেবেন। তিন দিনের মধ্যে মন্তব্য প্রত্যাহার না করলে বিধানসভায় তৃণমূলের মুসলিম বিধায়করা তাকে ঘিরে রাখবে এবং এমনকি শুভেন্দুকে ‘ঠুসে দেব’ বলেও হুমকি দেন তিনি ।
আজ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় বিজেপি নেতাদের নিয়ে বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন,’হুমায়ুন কবির একটা উন্মাদ, হাফ ম্যাড ও পাগল ।’ তিনি হুমায়ূনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন,’গতকালই ওর সামনে দিয়ে গেছি । আবার ১৯ তারিখে বিধানসভায় যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন । বিধানসভা চত্বরের মধ্যে তো কেন্দ্র বাহিনী থাকে না । আমি একাই থাকবো। আমার কেশাগ্র স্পর্শ করে দেখতে বলবেন,ওর যদি পৃথিবী পরিচয় সঠিক থাকে । আমাকে ভয় দেখাতে পারবেন না।’ তিনি বলেন,
‘সিপিএম যখন মধ্য গগনে তখন আমি রক্ষণ শেঠকে হারিয়েছি। আর লক্ষণ শেঠ ছোটখাটো লিডার ছিলেন না । মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী । দাঁড় করিয়ে হারিয়েছি । আবার ২০২৬ সালের হারাবো ।’
আসলে,বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনই শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, ‘যে ভাবে শংকর ও মনোজকে বিধানসভা থেকে বার করেছে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের মুসলমান বিধায়কদেরও সেভাবে চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব।’ এর পরিপ্রেক্ষিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পালটা বলেছিলেন,আমাদের উপর আক্রমণ হলে কি রসগোল্লা খাওয়াব? ঠুসে দেব।’ তিনি আরও বলেন ৭২ ঘন্টার মধ্যে মন্তব্য প্রত্যাহার না করা হলে শুভেন্দু অধিকারীকে বিধানসভায় জবাব দেবে তৃণমূলের মুসলিম বিধায়করা । আর তাদের নেতৃত্বে তিনি থাকবেন ।।