এইদিন ওয়েবডেস্ক,কাঁথি(পূর্ব মেদিনীপুর),২০ এপ্রিল : সিপিএমের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমকে ‘সাম্প্রদায়িক’ ও ‘মমতার দালাল’ বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলায় দলের সক্রিয় সদস্য সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি৷
আসলে, আজ ব্রিগেডের সভায় মহম্মদ সেলিম বলেছেন,’শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন মামলা করছেন না মমতা ব্যানার্জি ?’ এই প্রসঙ্গে বিরোধী দলনেতার কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন,
‘ওর মুখোশ খুলে দিচ্ছি বলে খুব রাগ । ওটা একটা সাম্প্রদায়িক লোক । তিনবার ভোটে হেরেছে । ১৯-এ রায়গঞ্জে, ২১-এ চন্ডীতলায় আর ২৪-এ মুর্শিদাবাদে । ও যতবার দাঁড়াবে ততবার হারবে৷ ওর লজ্জা থাকা উচিত । ও বলছিল সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস
। মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস । ও মমতার দালাল । মমতার এজেন্ট । মমতার কাছ থেকে মাসোহারা পায় । ও চিটফান্ড থেকে সব থেকে বড় বেনিফিসিয়ারি । ১৯৮৪ সালে যখন উত্তর কলকাতায় ভোটে দাঁড়িয়েছিল চিটফান্ড থেকে ওর সমস্ত হোডিং পোস্টার টাঙিয়ে দিয়েছিল । তৃণমূলের এখন যে মুখপাত্র ওকে জিজ্ঞেস করবেন সব বলে দেবে ।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন 👇
মহম্মদ সেলিম আজকে ব্রিগেডের সভায় সিপিএমের ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন । এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জিজ্ঞেস করা হলে তিনি বলেন,’লোক হয়েছে নাকি । কুড়িয়ে বাড়িয়ে গোটা কতক সিপিএম, বলবে গণ সংগঠন । কে ছিল না সিপিএমের ? সিপিএমের যতগুলো টকশোতে গিয়ে চিল্লায়, নাস্তিকগুলো, সবগুলোই ছিল । কটা লোক হয়েছে ? একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেব তারা সিপিএমের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে । ছবি দেখান না । ফাঁকা মাঠ । এমনিতেই তো মাঠের একের ১০ ভাগ জায়গায় সভা করেছে । ৯ ভাগ বাদ দিয়েছে আগে ।’।