এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ নভেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হওয়ার পর ভুড়ি ভুড়ি অনিয়ম সামনে আসছে । কোথাও ছেলের থেকে মায়ের বয়স বেশি,কোথাও শ্বশুর হয়ে গেছে বাবা ! এই কারচুপিগুলো মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে । উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকার এমনই এক কারচুপি প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এই ঘটনাকে “বঙ্গেশ্বরীর রাজত্বে” শ্বশুরকে বাবা বানানোর নতুন “রঙ্গ তামাশা” বলে কটাক্ষ করেছেন।
শুভেন্দু অধিকারী লিখেছেন,”এসআইআর (SIR) এর ধাক্কায় শ্বশুর যখন বাবা !!!ভোটার তালিকায় স্বামীর বাবা আর স্ত্রী এর বাবা যে একজনই ব্যক্তি, সেটাও SIR এর দৌলতে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ কে। যদিও বঙ্গেশ্বরীর রাজত্বে কোনোও কিছু অসম্ভব নয়। SIR চালু হবার পরে এই রাজ্যে নিত্য নতুন রঙ্গ তামাশা দেখছে রাজ্যের জনগণ।”
এরপর তিনি লিখেছেন,”উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৫ নং বুথের ভোটার মণিরুজ্জামান মণ্ডল ও আর্জিনা মণ্ডল, দুজন হলেন স্বামী স্ত্রী। মণিরুজ্জামাল মণ্ডল (ওরফে জামাই, এলাকায় সকলে ওনাকে এই নামেই চেনে) আবার ঐ বুথেরই তৃণমূলের বড় নেতা আর আর্জিনা মণ্ডল হলেন ICDS কর্মী ও পাশাপাশি তৃণমূল কর্মী। দেখা যাচ্ছে যে দুজনের পিতার নাম মিজানুর মণ্ডল, অর্থাৎ শ্বশুর কেই জন্মদাতা বাবা হিসেবে ভোটার তালিকায় দেখানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে আসলে মিজানুর মণ্ডল হলেন আর্জিনা মণ্ডলের জন্মদাতা পিতা।’
শুভেন্দু অধিকারী লিখেছেন,”উক্ত বুথটি আবার রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতি বাসুদেব ঘোষের বুথ। এবং বাসুদেব ঘোষের পুত্রই আবার হলেন ঐ বুথের BLO। এই মনিরুজ্জামান মণ্ডল আবার তৃণমূলের নেতা বাসুদেব ঘোষের ডান হাত বলে এলাকায় পরিচিত। অভিযোগ যেটা উঠছে তা হলো গিয়ে এই BLOই কারসাজি করে মনিরুজ্জামান মণ্ডল এবং মিজানুর মণ্ডলকে ম্যাপিংএ বাবা ও ছেলে হিসেবে দেখিয়েছেন।”
বিরোধী দলনেতার কথায়,”রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় রাখতে এমন ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। দিকে দিকে ভাড়া করা বাবা মা’র ছড়াছড়ি, এখানে আবার শশুর মশাই কেই বাবা সাজাচ্ছেন মনিরুজ্জামান মণ্ডলের।
সঠিকভাবে এসআইআর (SIR) এর কাজ সম্পন্ন হলে এই ধরনের ভুয়ো ভোটার ধরা পড়বে, পশ্চিমবঙ্গের জনসংখ্যাও কমে যাবে, মোদ্দা কথা হল জনবিন্যাস সংশোধিত হবেই…আমি নির্বাচন কমিশনের কাছে BLO এবং ঐ ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার অনুরোধ করছি এবং এই অভিযোগ সত্য প্রমাণিত হলে এফআইআর দায়ের করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
শুভেন্দু অধিকারীর টুইটটি রিটুইট করে বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য তার ইংরাজি অনুবাদ লিখেছেন ।।
Author : Eidin.

