এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ জানুয়ারী : আজ বুধবার হুগলির সিঙ্গুরে প্রশাসনিক ও রাজনৈতিক সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেই সভা ভরাতে স্বনির্ভর গোষ্ঠীর বিএলটি বা ব্যাঙ্ক লিঙ্কেজ টিমের প্রধানদের নিজের নিজের গোষ্ঠীর মহিলাদের আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । সকালেই এক মিনিট ৫১ সেকেন্ডের ওই অডিও ক্লিপ শেয়ার করে শুভেন্দু কটাক্ষ করেন,’বুজরুকি ভাষণ শোনার জন্যে স্বতস্ফূর্ত শ্রোতার বড় অভাব পড়েছে’ । ঠিক তার কয়েক ঘন্টা পরেই আরও একটা ভিডিও শেয়ার করেছেন তিনি । শুভেন্দুর শেয়ার করা সেই ভিডিওতে স্কুল ইউনিফর্মে কচিকাঁচা পড়ুয়াদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে । ভিডিও রেকর্ড করা ব্যক্তিকে পড়ুয়াদের উদ্দেশ্যে প্রশ্ন করতে শোনা গেছে, ‘তোমরা কোথায় যাচ্ছ বাবু ?’ উত্তরে একজন পড়ুয়া বলে,’আমরা মমতাকে দেখতে যাচ্ছি৷’ ওই ব্যক্তি ফের প্রশ্ন করেন,’কারা তোমাদের বলেছে ?’ উত্তরে এক পড়ুয়া বলে,’স্যার আমাদের দেখতে যেতে বলেছেন৷’
শুভেন্দু অধিকারী লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন এমনিতেই আর লোক হচ্ছে না। যে টুকু ভীড় তার অর্ধেক পুলিশ প্রশাসন দিয়ে ভরানো, বাকি সেল্ফ হেল্প গ্রুপের মহিলা, আশাকর্মী, চুক্তিভিত্তিক কর্মীদের ধমক চমক দিয়ে সভা ভরানোর কাজ করে মমতার প্রশাসন। আজ সিঙ্গুরের সভাও সেই একই ভাবে ভরানোর চেষ্টা করেছে মমতা প্রশাসন। কিন্তু লজ্জা হয় যখন দেখা যায় বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রী দেরও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক স্বার্থে, নিজের রাজনৈতিক সভা ভরাতে ব্যবহার করছেন।’
তিনি লিখেছেন,’নিচের ভিডিওটি দেখুন কিভাবে হরিপাল বিধানসভার নালিকুল বাণীমন্দির উচ্চ বিদ্যালয় থেকে সিঙ্গুরের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ভরানোর জন্য বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। নাতি, নাতনির সমকক্ষ এইসব বাচ্চারা ঐ সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলী শুনবে। হাম্বা রাম্বা কাম্বা বুম্বা বুম্বা শুনে উদ্বুদ্ধ হবে।’ শুভেন্দু অধিকারী আরও লিখেছেন,’পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা তো এমনিতেই লাটে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, নতুন প্রজন্মের ভবিষ্যৎ কে ও লাটে তুলতে কোনোও রকম কসুর করতে ছাড়ছেন না মাননীয়া। আপনার এই সব অপকর্মের দায় আপনাকে ভবিষ্যতে বইতে হবে মাননীয়া, ইতিহাস আপনাকে কখনোই ক্ষমা করবে না।’।

