এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জুন : কলকাতার মেটিয়াবুরুজ বিধানসভার রবীন্দ্রনগর পুলিশ স্টেশনের অন্তর্গত মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আজ বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । দফায় দফায় সংঘর্ষে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় । পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইঁটপাটকেল ছোড়া হয় । কার্যত অসহায় অবস্থায় দেখা যায় পুলিশকে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ,’মালদার মোথাবাড়ির মত বেছে বেছে জিহাদি হামলা চালানো হচ্ছে মহেশতলায়’ । তিনি দাঙ্গা থামাতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে ১ ঘন্টা সময় বেঁধে দেন৷
এদিন দুপুরে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’২০০০ জিহাদি মন্দির ভাঙছে, তুলসী মঞ্চ ফেলছে এবং মোথাবাড়ির মতো বেছে বেছে হিন্দু বাড়ি ভাঙছে । আমি কলকাতা পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবকে বলবো দাঙ্গাবাজদের আটকান । যদিও আপনারা আটকাতে তো পারবেন না কারণ ওখানে ডায়মন্ড হারবার মডেল চলে ৷’ তিনি বলেন,’পচা গজা আর প্যারা খাইয়ে পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও হিন্দু নিধন করা হচ্ছে । এখান থেকে ১০ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছে। এই জন্যই এই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় । আমি এক ঘন্টা টাইম দিলাম মনোজ বার্মাকে…একটা দালাল । বন্ধ না করলে সব এমএলএ নিয়ে ওখানে যাব।’ তিনি এও বলেন, ‘শামসেরগঞ্জ ধুলিয়ানের যে অর্ডার আছে তাতে ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে প্যারা মিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে । আমার আইনজীবী ডিজিপি এবং সিপিকে এই বিষয়ে চিঠিও দিচ্ছে ।’
জানা গেছে, আজ বুধবার সকালে সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা। পরে তা হাতাহাতির রূপ নেয়। ক্রমে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোঁড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কিন্তু পুলিশের উপরেই হামলা চালানো হয় । থানার সামনে বাইকে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা । পাশাপাশি চলে দেদার পাথরবাজি । পাথর ছুড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাচ। মাথায় ইটের আঘাত লেগে গুরুতর আহত হন একজ মহিলা কনস্টেবল । রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বেলা ১ টা থেকে রবীন্দ্রনগর এলাকায় কার্যত তান্ডব চালায় দাঙ্গাকারীরা । কলকাতা পুলিশের এক কর্মী হাতে সাদা রুমাল নিয়ে এগিয়ে যান কথা বলতে। দাঙ্গাকারীদের মধ্যে একজন এগিয়ে আসতে থাকেন কথা বলার জন্য । তিনি হাত নাড়িয়ে তাঁদের সঙ্গীদের শান্ত থাকতে বলেন। কিন্তু তখনই অতর্কিতে পুলিশের ডান দিক থেকে কয়েকজন বেরিয়ে এসে ইট ছুড়তে থাকে । আর তখনই ইটের আঘাতে মাথা ফাটে ওই মহিলা কনস্টেবলের । ঘটনাস্থলে ছুটে আসেন এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ-সহ পুলিশের শীর্ষকর্তারা । কিন্তু তাদের লক্ষ্য করেও ব্যাপক পাথরবাজি চলে । সন্ধ্যার পর পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । এলাকায় বাহিনী মোতায়েন রাখা আছে । তবে দেরিতে পুলিশের পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠছে এবং ইঁট বৃষ্টিতে পুলিশ ও সাধারণ মানুষ মিলে ঠিক কতজন আহত হয়েছে তা এখনো স্পষ্ট নয় ।
বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি ফেসবুকে লিখেছেন, ‘চোর মমতার উস্কানি এবং তার দুধেল-গাইদের নেতৃত্বে এ পশ্চিমবঙ্গ কে বাংলাদেশের পরিণত করার লক্ষে হিন্দু নিধন, সনাতনীদের মন্দির ভাঙ্গা, তুলসী মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। তোষণের অধীনে এই বিশেষ সম্প্রদায়ের উদ্যম নিত্য তে পশ্চিমবঙ্গের মানুষেরা নিরাপত্তাহীন , আগামীতে আরো বাড়বে তান্ডব।আজ সকালে মেটিয়াব্রুজ বিধানসভার রবীন্দ্র নগর থানা এলাকার ঘটনা।’।

