এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ জুলাই : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন । বিহারে কমিশনের এসআইআর প্রায় শেষের মুখে । এবারে এরাজ্যের পালা৷ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়,কমিশন যথাযথভাবে এই এসআইআর-এর কাজ করলে অন্তত ১.২৫ কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে । যারা তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংক বলে মনে করছেন তিনি । এদিকে বঙ্গে এসআইআর নিয়ে সম্মুখ সমরে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । বোলপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন যে একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবেন না । আজ বুধবার মমতার ভাইপো আবার কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন,’দুটো নাম বাদ দিয়ে দেখাক ।’
এদিকে এই টানাপোড়েনের মাঝে ব্লক লেভেল অফিসার(বিএলও) নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী । তাঁর দাবি, দিল্লিতে প্রশিক্ষিত ১,০০০ জন BLO-কে প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, যাতে ভুয়ো ভোটারদের নাম বাদ না যায় । এজন্য তিনি রাজ্য সরকারের দেওয়া যেকোনো মৌখিক নির্দেশ অগ্রাহ্য করার জন্য জেলা শাসকদের পরামর্শ দিয়েছেন ।
এনিয়ে আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটা বড়সড় পোস্ট করেন শুভেন্দু অধিকারী । সেই পোস্টে তিনি লিখেছেন,”ওনাকে অথবা মুখ্যসচিব কে না জানিয়ে দিল্লিতে BLO-দের প্রশিক্ষণ দেওয়া নিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি BLO-দের শাসিয়েছেন যে তাঁরা যেন ভুলে না যান যে ওনারা রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, এবং কোনো নাম যেনো ভোটার তালিকা থেকে বাদ না দেন BLO-রা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের BLO-দের প্রশিক্ষণের বিষয়ে অনধিকার হস্তক্ষেপের পর, তাঁর ‘স্তাবক’ মুখ্যসচিব মনোজ পন্ত জেলা শাসকদের (যারা District Election Officer অর্থাৎ DEO এর ভূমিকা পালন করেন) মৌখিক নির্দেশ দিয়েছেন যে দিল্লিতে প্রশিক্ষিত ১,০০০ জন BLO-কে প্রতিস্থাপন করতে হবে; তাদের বদলে অন্য কর্মী কে BLO এর দায়িত্ব দিতে হবে।
ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যতো রকম অনৈতিক পন্থা অবলম্বন করা যায় তা করার জন্য দল, প্রশাসন ও ভোট কুশলী সংস্থা কে মাঠে নামিয়েছেন। তবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়ে কল-কাঠি নাড়া সংবিধান অনুমোদিত সীমারেখা অতিক্রম করে যাওয়ার সমান।
আমি নির্বাচন কমিশন কে আবেদন জানাচ্ছি যে এই গুরুতর অবৈধ হস্তক্ষেপের বিষয়ে তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করা উচিত। যদি দোষ প্রমাণিত হয়, তবে সাংবিধানিক বিধি অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচন কমিশনের উচিত এই সব অনধিকার হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে কোনো অনৈতিক ও বেআইনি সীমালঙ্ঘনের মাধ্যমে প্রভাবিত না হতে দেওয়া।
আমি সকল DEO (জেলা শাসকদের) কে পরামর্শ দেবো যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া কোনো মৌখিক নির্দেশ অগ্রাহ্য করুন, কারণ তা নির্বাচন কমিশনের নিয়ম কানুনের পরিপন্থী, নয়তো লিখিত নির্দেশ আসতো। নির্বাচন কমিশনের-এর নির্দেশিকা অনুযায়ী নির্বাচিত BLO-দের এবং যাদের নাম EROnet পোর্টালে আপলোড করা হয়ে গেছে, তাদের শুধুমাত্র ECI-এর নির্দেশ অনুযায়ী পরিবর্তন/বদল করা যায়। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে, যুক্তিযুক্ত কারণে ও একই বিভাগীয় প্রতিস্থাপন করা হচ্ছে (যেমন ১.১, ১.২) এমন প্রস্তাব CEO-এর কার্যালয়ে পাঠাতে হবে।
ERO এবং DEO-দের কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে এবং কোনো মন মর্জি মাফিক পদক্ষেপ গ্রহণ করা যাবে না, কারণ নিয়ম ভঙ্গের ফলে করুণ পরিণতি হতে পারে।”
উল্লেখ্য,সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় মমতা ব্যানার্জি বুথ লেভেল অফিসারদের(বিএলও) হুমকি দিয়ে বলেছিলেন, ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায় । নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না। বাংলার সরকারই থাকবে ।’ তিনি আরও বলেন,’বিএলও’দের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারও নাম যেন বাদ না যায়। দেখবেন যাঁরা এই রাজ্যের ভোটার তাঁদের নাম বাদ না পড়ে। কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন ? আপনাদের তো দেখতে হবে তাঁদের সত্যিই অস্তিত্ব আছে কিনা!’ তিনি শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে বলেন, কেউ কেউ বলছে দেড় কোটি বাদ দেবো ‘,আড়াই কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার ? তাই এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন। এবং ডিএমদের আমি বলবো প্লিজ মনিটারিং সিরিয়াসলি ? ওদের হাতে(নির্বাচন কমিশন) ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম এটা হবে না । এখন কিন্তু সেদিন নেই ।’ এখন দেখার বিষয় রাজ্য সরকারের অসহযোগিতার মাঝে নির্বাচন কমিশন এরাজ্যে এসআইআর-এর কাজ কতটা স্বচ্ছভাবে করতে পারে । কারন রাজ্যের শাসকদল স্বয়ং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে আসরে নেমে পড়েছে । যেকারণে এসআইআর-এর কাজ নিখুঁত ভাবে সম্পন্ন করা কমিশনের কাছে কার্যত চ্যালেঞ্জিং হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।।