এইদিন ওয়েবডেস্ক,বেলগাছিয়া,২৪ মার্চ : আজ সোমবার দুপুরে ধ্বস কবলিত হাওড়ার বেলগাছিয়ায় বিপন্নদের সঙ্গে দেখা করতে গিয়ে খোদ পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাওড়া কমিশনারেটের সাব ইন্সেপেক্টর(এসআই) গোলাম মুর্তাজার নাম ধরে চিৎকার করে শুভেন্দু বলেন,’আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে গোলাম মুর্তাজা, এস আই হাওড়া কমিশনারেট ।’ পুলিশ বিশাল ব্যারিকেড করে বিরোধী দলনেতার পথ আটকে দেয় । তিনি ব্যারিকেড ভেঙে এগোবার চেষ্টা করলে ধ্বস্তাধস্তির সময় সাব ইন্সেপেক্টর গোলাম মুর্তাজা তাকে আঘাত করে বলে অভিযোগ । শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেন,’আমি কি বাড়ি থেকে ব্লেড দিয়ে হাত কেটে এসেছি? আপনি মারলেন কেন? সাধারণ লোককে নিরাপত্তা দিতে পারেন না। আপনি আটকাবেন না কেন?’
প্রসঙ্গত,বেলগাছিয়ায় ভাগাড়ের ঠিক পিছনে ঝিলের ধারে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস । বাসিন্দারা মূলত হিন্দিভাষী হিন্দু । ধ্বসের কারনে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। বাকি বাড়িগুলিতেও ফাটল ধরেছে । শুভেন্দু অধিকারী জানান,অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে বসবাস করছে এলাকার বাসিন্দারা । আজ দুপুরে এলাকায় পরিদর্শনে যান তিনি । কিছুটা পরিদর্শনের পর পুলিশ ব্যারিকেড করে তার রাস্তা আটকে দেয় । শুভেন্দু অধিকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় । একজন বিজেপি নেতাকে ঝিলে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে ।
পরে কলকাতার সল্টলেকে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,বিগত তিন চারদিন ধরে বেলগাছিয়ায় বিপন্ন মানুষরা সমস্যায় আছে । রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রক তাদের কোন সাহায্য করছে না । পানীয় জল নেই । যে কাজ সরকারের করা উচিত সেটা বিজেপি করছে । গতকাল থেকে বিজেপি রান্না করা খাবার, শুকনো খাবার দিচ্ছে । আজ বিজেপির তরফে কিছু আর্থিক সাহায্য, টার্পোলিন দেওয়া হয়েছে৷ আমরা যখন ওই এলাকায় গিয়েছিলাম তখন সাধারণ মানুষের একটাই দাবি ছিল যে পানীয় জলের ব্যবস্থা করা হোক । যতক্ষণ না পর্যন্ত কর্পোরেশন পানীয় জলের ব্যবস্থা করছে ততদিন পর্যন্ত বিজেপির তরফে প্রতি পরিবারে কুড়ি লিটার করে পানীয় জল দেওয়া হবে । রান্না করা এবং শুকনো খাবার দেওয়া হবে ।’
তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোন সরকার নেই । ওই এলাকায় মূলত হিন্দু সম্প্রদায়ের লোকের বসবাস, কোন রোহিঙ্গা নেই । এই কারণে সরকারের সহায়তাও নাই । পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কয়েকজন পুলিশ অফিসার কে নিয়ে গিয়েছিলেন । কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি যাননি । আমরা সেই এলাকায় আজকে পরিদর্শন গিয়েছিলাম৷ আমার সঙ্গে ৫-৬ জন বিজেপির বিধায়ক ছিলেন । স্থানীয় বিজেপির নেতারাও ছিল ।’
শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির সাথে স্থানীয় বাসিন্দাদের এত ভালো সম্পর্ক দেখে পুলিশবাহিনী এলো এবং আমার উপর হামলা করল । বিজেপির কর্মীদের ওপরেও হামলা করেছে । আমরা এর তীব্র নিন্দা করছি । আর ওই এলাকার প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে সাড়ে তিন লাখ টাকার অনুদান দেওয়া হয় সেই অনুদান অবিলম্বে দিতে হবে । আর অনেক ফ্লাট তৃণমূলের নেতাদের দখলে আছে, ওই সমস্ত কার্ডগুলোতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে অস্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে হবে। সেই সাথে প্রাত্যহিক জীবনের খরচ খরচা দিতে হবে পরিবারগুলোকে ।’ তুমি সাংবাদিকদের বলেন, হাওড়ার ওই এলাকাটা হল খুব প্রাচীন । মমতা ব্যানার্জি আর ফিরহাদ হাকিম মিলে ওই এলাকার কি সর্বনাশ করেছে আপনারা গিয়ে দেখে আসুন ।’।