এইদিন ওয়েবডেস্ক,কাঁথি(পূর্ব মেদিনীপুর),২৭ ডিসেম্বর : বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এখনো খাতায় কলমে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসেরই সাংসদ । কিন্তু ছেলে শুভেন্দুর কারনে তিনি আজ ব্রাত্য নিজের দলের কাছে । ঠিক কতটা বিষ নজরে শিশির অধিকারীকে তার দল দেখে,তার প্রমান পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে তার পদ থেকে অপসারণের ঘটনায় ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি-১ ব্লকের সাবাজপুট এলাকার একটি বেসরকারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে এক সময়ের ‘রাজনৈতিক গুরু’ শিশির অধিকারীর সঙ্গে মুখোমুখি হলে তাঁর পা ছুঁয়ে প্রনাম করেছিলেন সুবল মান্না । তখন তিনি অনুমানও করতে পারেননি যে কতবড় ‘শাস্তি’ অপেক্ষা করছে তাঁর জন্য ।
উত্তরবঙ্গ সংবাদের খবর অনুযায়ী, প্রনাম কান্ডে সুবল মান্নাকে কাঁথি পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিতে বলেছে তার দল । যদিও শাস্তির বিষয়ে কিছুই জানেননা বলে দাবি করেছেন সুবলবাবু৷ পাশাপাশি শিশির অধিকারীকে প্রনাম করা প্রসঙ্গে তিনি বলেছেন যে উনি আমার রাজনৈতিক জীবনের পথ প্রদর্শক । উনি আমার রাজনৈতিক গুরু । তাই শিষ্য হিসাবে আমি আমার গুরুকে প্রনাম জানিয়েছিলাম ।’।