এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ অক্টোবর : বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ বিধানসভার বাওয়ালি রথতলা পুজো কমিটির মা লক্ষ্মীর প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে । এনিয়ে প্রতিবাদে সরব হন স্থানীয় হিন্দুরা । এই বিষয়ে এক্স-এ একটা পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । একই ঘটনায় আজ বৃহস্পতিবার তিনি ফের একটা ভিডিও পোস্ট করে লিখেছেন যে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার মিঠুন দে একজন প্রতিবাদীকে প্রকাশ্যে চড় মেরেছেন । ওই পুলিশ আধিকারিককে ‘নামকরা ভাইপো পুলিশ অফিসার’ বলে অভিহিত করে তিনি লিখেছেন,’ডায়মন্ড হারবারকে মিনি পাকিস্তানে পরিণত করার উদ্দেশ্য নিয়ে বিগত ৮ বছর ধরে তাকে টানা ডায়মন্ড হারবার জেলা পুলিশে রাখা হয়েছে।
শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে যে ওই পুলিশ আধিকারিক এক ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়েছেন । তারই মাঝে ওই ব্যক্তিকে সপাটে চড় কষিয়ে দেন পুলিশ আধিকারিক । তারপর দু’হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে ভিড়ের মাঝে ঠেলে দেন ।
প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন,’মিঠুন দে-এর সাথে দেখা করুন; অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) ডায়মন্ড হারবার পুলিশ জেলা। তিনি একজন নামকরা ভাইপো পুলিশ অফিসার। ডায়মন্ড হারবারকে মিনি পাকিস্তানে পরিণত করার একমাত্র উদ্দেশ্য নিয়ে গত ৮ বছর ধরে তাকে ক্রমাগত ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে রাখা হয়েছে।
গতকাল, যখন দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজের বাওয়ালি রথতলা পূজা কমিটির আয়োজকরা, দেবী লক্ষ্মীর মূর্তি ভাংচুর এবং পূজা মণ্ডপ ও প্যান্ডেল অপবিত্রকারী জিহাদিদের জঘন্য হামলার একজন ব্যক্তি প্রতিবাদ করছিল, তখন এই নোংরামি – মিঠুন দে মারধর শুরু করে। নিরীহ প্রতিবাদকারী এবং সংগঠকদের উপরে।
তিনি হামলাকারী পুলিশ আধিকারিককে পরামর্শ দেন, ‘মিঠুন দে, আপনি যদি রাস্তায় মারামারি পছন্দ করেন, তাহলে ঝগড়া করার আগে কেন আপনার ইউনিফর্ম এবং ব্যাজ খুলে ফেলবেন না। এছাড়াও নিশ্চিত করুন যে পুলিশ কর্মীদের প্রতিরক্ষামূলক বলয় যেন আপনাকে ঘিরে না থাকে । শুধু সময়ের পরিবর্তন মনে রাখবেন। তুমি যা বপন করবে, তাই কাটবে।’
শুভেন্দু অধিকারী লিখেছেন,’পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা হিসেবে আমি নিশ্চিত করব যে এই নোংরা ব্যক্তির আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হবে। এটি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করব।এই ব্যক্তি পুলিশ অফিসার হিসাবে কাজ করার উপযুক্ত নন, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।’।