শ্রী বাস্তু অষ্টোত্তর শত নামাবলি হলো বাস্তু পুরুষ বা বাস্তুদেবতার ১০৮টি নাম বা গুণবাচক উপাধি, যা বাস্তু সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে, গৃহস্থ জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য পাঠ করা হয়; এর মধ্যে রয়েছে ‘ওং বাস্তু পুরুষায়নমঃ’, ‘মহা কায়ায় নমঃ’, ‘কৃষ্ণাংগায়নমঃ’, ‘বাস্তোষ্পতয়েনমঃ’, ‘ইষ্টার্থসিদ্ধিদায়নমঃ’ ইত্যাদি।
ওং বাস্তু পুরুষায়নমঃ
মহা কায়ায় নমঃ
কৃষ্ণাংগায়নমঃ
রক্তলোচনায়নমঃ
ঊর্ধ্বাসনায়নমঃ,
দ্বিবাহবেনমঃ,
বভৃবাহনায়নমঃ,
শযনায়নমঃ,
ব্যস্তমস্তকায়নমঃ,
কৃতাংজলিপুটায়নমঃ ।। ১০ ।।
বাস্তোষ্পতয়েনমঃ,
দ্বিপদেনমঃ,
চতুষ্পদে, নমঃ
ভূমিযজ্ঞায়নমঃ,
যজ্ঞদৈবতায়নমঃ,
প্রসোদর্য়ৈনমঃ,
হিরণ্যগর্ভিণ্যৈনমঃ,
সমুদ্রবসনায়নমঃ,
বাস্তুপতয়েনমঃ,
বসবেনমঃ ।।২০।।
মহাপুরুষায়নমঃ,
ইষ্টার্থসিদ্ধিদায়নমঃ,
শল্যবাস্তুনিধয়েনমঃ,
জল বাস্তুনিধয়েনমঃ,
গৃহাদিবাস্তুনিধয়েনমঃ,
বাসয়োগ্যাযনমঃ,
ইহ লোক সৌখ্য়ায়নমঃ,
মার্গদর্শিকায়,প্রকৃতি শাস্ত্রায়নমঃ,
মামোত্তরণমার্গায়নমঃ,
জ্ঞানোপদেশায়নমঃ ।।৩০।।
সুখবৃদ্ধিকরায়নমঃ,
দুঃখনিবারণায়নমঃ,
পুনর্জন্মরহিতায়নমঃ,
অজ্ঞানাংধকারনির্মূলায়নমঃ,
প্রপংচ ক্রীড়াবিনোদায়নমঃ,
পংচভূতাত্মনেনমঃ,
প্রাণায়নমঃনমঃ,
উচ্ছ্বাসায়নমঃ,
নিশ্বাসায়নমঃ,
কুংভকায়নমঃ ।।৪০।।
যোগভ্য়াসায়নমঃ,
অষ্ট সিদ্ধায়নমঃ,
সুরূপায়নমঃ,
গ্রামবাস্তুনিধয়েনমঃ,
পট্টণ বাস্তু নিধয়েনমঃ,
নগরবাস্তু নিধয়েনমঃ,
মনশ্শাংতয়েনমঃ,
অমৃত্যবেনমঃ,
গৃহ নির্মাণ যোগ্য স্থলাধিদেবতায়নমঃ,
নির্মাণ শাস্ত্রাধিকারায়নমঃ ।।৫০।।
মানবশ্শ্রেয়োনিধয়েনমঃ,
মংদারাবাস নির্মাণায়নমঃ,
পুণ্য় স্থলাবাসনির্মাণায়নমঃ,
উত্কৃষ্টস্থিতিকারণায়নমঃ,
পূর্ব জন্ম বাসনায়নমঃ,
অতিনিগূঢায়নমঃ,
দিক্সাধনায়নমঃ,
দুষ্ফলিত নিবারণ কারকায়নমঃ,
নির্মাণ কৌশল দুরংধরায়নমঃ,
দ্বারাদিরূপায়নমঃ ।।৬০।।
মূর্ধ্নে ঈশানায়নমঃ,
শ্রবসেঅদিতয়েনমঃ,
কংঠেজলদেবাতায়নমঃ,
নেত্রেজয়ায়নমঃ,
বাক্ অর্যম্ণেনমঃ,
স্তনদ্বয়েদিশায়নমঃ,
হৃদি আপবত্সায়নমঃ,
দক্ষিণ ভুজে ইংদ্রায়নমঃ,
বাম ভুজে নাগায়নমঃ,
দক্ষিণ করে সাবিত্রায়নমঃ ।।৭০।।
বাম করে রুদ্রায়নমঃ,
ঊরূদ্বয়ে মৃত্যবেনমঃ,
নাভিদেশে মিত্রগণায়নমঃ,
পৃষ্টে ব্রহ্মণেনমঃ,
দক্ষিণ বৃষণে ইংদ্রায়নমঃ,
বাম বৃষণে জয়ংতায়নমঃ,
জানুয়ুগলে রোগায়নমঃ,
শিশ্নে নংদিগণায়নমঃ,
শীলমংডলে বায়ুভ্য়োনমঃ,
পাদৌ পিতৃভ্য়োনমঃ ।।৮০।।
রজক স্থানে বৃদ্ধি ক্ষয়ায়নমঃ,
চর্মকারক স্থানেক্ষুত্পিপাসায়নমঃ,
ব্রাহ্মণ স্থানে জনোত্সাহকরায়নমঃ,
শূদ্র স্থানে ধনধান্য বৃদ্ধিস্থায়নমঃ,
যোগীশ্বর স্থানেমহদাবস্থকারকায়নমঃ,
গোপক স্থানে সর্বসিদ্ধিপ্রদায়নমঃ,
ক্ষত্রিঅয় স্থানে কলহপ্রদায়নমঃ,
চক্রস্থানে রোগ কারণায়নমঃ,
সপ্তদ্বার বেধায়নমঃ,
আগ্নেযস্থানেপ্রথম স্থংভায়নমঃ ।।৯০ ।।
চৈত্রমাস নির্মাণে দুঃখায়নমঃ,
বৈশাখমাস নির্মাণে দ্রব্যবৃদ্ধিদায়নমঃ,
জ্য়েষ্ট মাস নির্মাণে মৃত্য়ুপ্রদায়নমঃ,
আষাঢ়মাস নির্মাণে পশুনাশনায়নমঃ,
শ্রাবণ মাস নির্মাণে পশু বৃদ্ধিদায়নমঃ,
ভাদ্রপদ মাস নির্মাণে সর্ব শূন্যায়নমঃ,
আশ্বয়ুজ মাস নির্মাণে কলহায়নমঃ,
কার্তীক মাস নির্মাণে মৃত্যুনাশনায়নমঃ,
মার্গশির মাস নির্মাণে ধন ধান্যবৃদ্ধিদায়নমঃ,
পুষ্য মাস নির্মাণে অগ্নিভয়ায়নমঃ ।।১০০ ।।
মাঘ মাস নির্মাণে পুত্র বৃদ্ধিদায়নমঃ,
ফাল্গুণ মাস নির্মাণে স্বর্ণরত্নপ্রদায়নমঃ,
স্থিররাশে উত্তমায়নমঃ,
চর রাশে মধ্যমায়নমঃ,
দ্বিস্বভাব রাশে নিষিদ্ধায়নমঃ,
শুক্লপক্ষে সুখদায়নমঃ,
বহুল পক্ষে চোরভয়ায়নমঃ,
চতুর্দিক্ষুদ্বার গৃহেবিজয়াখ্য়াযনমঃ ।।১০৮।।
।। হরিঃ ওম্ ॥
মানদংডং করাব্জেন বহংতং ভূমি শোধকম্ ।
বংদেহং বাস্তু পুরুষং শয়ানং শযনে শুভে ॥ ১ ॥
বাস্তু পুরুষ নমস্তেস্তু ভূশয়্য়াদিগত প্রভো ।
মদ্গৃহে ধন ধান্যাদি সমৃদ্ধিং কুরুমে প্রভো ॥২ ॥
পংচ বক্ত্র জটাজূটং পংচ দশ বিলোচনম্ ।
সদ্য়ো জাতানাংচ স্বেতং বাসুদেবংতু কৃষ্ণকম্ ॥ ৩ ॥
অঘোরং রক্তবর্ণংচ শরীরংহেম বর্ণকম্ ।
মহাবাহুং মহাকায়ং কর্ণ কুংডল মংডিতম্ ॥ ৪ ॥
পীতাংবরং পুষ্পমল নাগযজ্ঞোপবীতিনম্ ।
রুদ্রাক্ষমালাভরণংব্য়াঘ্রচর্মোত্তরীযকম্ ॥ ৫ ॥
অক্ষমালাংচ পদ্মংচ নাগ শূল পিনাকিনাম্ ।
ডমরং বীণ বাণংচ শংখ চক্র করান্বিতম্ ॥ ৬ ॥
কোটি সূর্য় প্রতীকাশংসর্ব জীব দয়াবরম্ ।
দেব দেবং মহাদেবং বিশ্বকর্ম জগদ্গুরুম্ ॥ ৭ ॥
বাস্তুমূর্তি পরংজ্য়োতির্বাস্তু দেবঃ পরশ্শিবঃ ।
বাস্তু দেবাস্তু সর্বেষাং বাস্তু দেবং নমাম্যহম্ ॥ ৮ ॥

