ওঁ কান্তায় নমঃ
ওঁ শিবায় নমঃ-
ওঁ অসুরনিবার্হাণায় নমঃ-
ওঁ মন্মধারাপবে নমঃ-
ওঁ জনার্থনায় নমঃ-
ওঁ খণ্ডপরশবে নমঃ-
ওঁ শঙ্খপাণয়ে নমঃ-
ওঁ শশিশেখরায় নমঃ-
ওঁ দামোদরায় নমঃ-
ওঁ ত্রিপুরসূদনায় নমঃ। ১০।
ওঁ অম্বুদরনীলায় নমঃ
ওঁ সাধনভে নমঃ
ওঁ আনন্দকান্ডায় নমঃ
ওঁ সর্বেশ্বরায় নমঃ
ওঁ গোবিন্দায় নমঃ
ওঁ ভুতেশ্বয়া নমঃ
ওঁ গোপালয়া নমঃ
ওঁ গঙ্গাধরায় নমঃ
ওঁ চানুরমর্দনয়া নমঃ
ওঁ চণ্ডীকেয় নমঃ। ২০।
ওঁ কংসপ্রণাশনায়ের নমঃ
ওঁ কর্পুরগৌড়ায় নমঃ
ওঁ গোপিপতায়ে নমঃ
ওঁ শঙ্করায় নমঃ
ওঁ পিতবাসনায় নমঃ
ওঁ গিরিশায় নমঃ
ওঁ গোবর্ধনোদ্ধারণায় নমঃ
ওঁ বালমৃগাঙ্ক বর্ণায় নমঃ
ওঁ মাথভায় নমঃ
ওঁ ভাবায় নমঃ। ৩০।
ওঁ বাসুদেবায় নমঃ
ওঁ বিশ্বমেক্ষণায় নমঃ
ওঁ মুরারে নমঃ
ওঁ বৃষভধ্বজায় নমঃ
ওহ মাই গড, আমি একজন হিরো।
ওঁ ভূতপত্যে নমঃ
ওঁ শৌরয়ে নমঃ
ওঁ ফলনেত্রায় নমঃ
ওম কৃষ্ণ নমঃ
ওঁ হরায় নমঃ । ৪০ ।
ওঁ গরুড়ধ্বজায় নমঃ
ওঁ কৃতীবাসনায় নমঃ
ওঁ কল্মসারায়ে নমঃ
ওঁ গৌরীপতয়ে নমঃ
ওঁ কামরায়া নমঃ
ওঁ শুলিনে নমঃ
ওঁ হরয়ে নমঃ
ওঁ রাজনীশকলাবন্তসায় নমঃ
ওঁ রামেশ্বরায় নমঃ
ওঁ আমার নাম পিনাকাপানয়। ৫০ ।
ওঁ শ্রীরামায় নমঃ
ওঁ ভার্গায় নমঃ
ওঁ অনিরুদ্ধায় নমঃ
ওঁ শূলপাণয়ে নমঃ
ওম নৃসিংহয় নমঃ
ওঁ ত্রিপথগর্ধ্বরাজকালাপায় নমঃ
ওঁ মুরাহারায় নমঃ
ওঁ ঈশায় নমঃ
ওঁ রাঘবায় নমঃ
ওঁ উরগাভরণায় নমঃ । ৬০ ।
ওঁ পদ্মনাভায় নমঃ
ওঁ উগ্রায় নমঃ
ওঁ মধুসূদনায় নমঃ
ওঁ ঈশ্বর, আমার ঘর।
ওঁ আমার প্রিয়, আমার বাড়ি।
ওঁ প্রমধাদিনথায় নমঃ
ওঁ নারায়ণায় নমঃ
ওঁ মৃত্যুঞ্জয়ায় নমঃ
ওঁ পুরুষোত্তমায় নমঃ
ওঁ ত্রিদশৈকনাথায় নমঃ । ৭০ ।
ওঁ অচ্যুতায় নমঃ
ওং কামশত্রে নমঃ
ওঁ অবজপাণয়ে নমঃ
ওঁ দিগ্বাসনায় নমঃ
ওঁ চক্রপাণয়ে নমঃ
ওঁ ভূতেশায় নমঃ
ওঁ ব্রাহ্মণ্যদেবায় নমঃ
ওঁ সর্বায় নমঃ
ওঁ মুকুন্দয় নমঃ
ওঁ বিশ্বেশ্বরায় নমঃ । ৮০ ।
ওঁ সনাতনায় নমঃ
ওঁ ত্রিনেত্রায় নমঃ
ওঁ রাবণারায়ে নমঃ
ওঁ শ্রীকণ্ঠায় নমঃ
ওঁ ধর্মধুরিণায় নমঃ
ওঁ শম্ভভে নমঃ
ওঁ কমলাধিশায় নমঃ
ওঁ ঈশানায় নমঃ
ওঁ যদুপাতায়ে নমঃ
ওঁ মারদায় নমঃ । ৯০।
ওঁ ধরণীধারায় নাম
ওঁ অন্ধকহারায় নমঃ
ওং সারজাপাণয়ে নমঃ
ওঁ পুরারেয়ে নমঃ
ওঁ বিষ্ণবে নমঃ
ওঁ নীলকান্তায় নমঃ
ওঁ বৈকুণ্ঠায় নমঃ
ওঁ দেবদেবায় নমঃ
ওঁ মাধুরীপাবে নমঃ
ওঁ ত্রিলোচনায় নমঃ। ১০০।
ওঁ কৈটভরিপাবে নমঃ
ওঁ চন্দ্র চূড়ায় নমঃ
ওঁ কেশিনাশায় নমঃ
ওঁ গিরিশায় নমঃ
ওঁ লক্ষ্মী পতয়ে নমঃ
ওঁ ত্রিপুরায়ে নমঃ
ওঁ বাসুদেব সুনবে নমঃ
ওঁ ত্র্যক্ষায় নমঃ। ১০৮ |
।। ইতি শ্রী শিবকেশ্ব অষ্টোত্তর শতনামাবলি (যমকৃতং)।।