এইদিন ওয়েবডেস্ক,১১ আগস্ট : বছরে মোট ২৪ টি একাদশী আসে । প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষে একটি করে একাদশী পালন করা হয় । কিন্তু পরমা একাদশীর তিথি আসে তিন বছরে একবার । এই একাদশীটি কৃষ্ণপক্ষে অধীক মাস বা পুরুষোত্তম মাসে পড়ে । পৌরানিক মতে পরমা একাদশী উপবাস করলে ভগবান শ্রী হরি বিষ্ণু প্রসন্ন হন । তিনি ভক্তদের মনষ্কামনা পূর্ণ করেন । চলতি বছরের ১২ আগস্ট অর্থাৎ শনিবার পালিত হবে পরমা একাদশী । একাদশী তিথি শুরু হয়েছে আজ ১১ আগস্ট বিকেল ০৫:০৬ এ,শেষ হবে শনিবার ০৬:৩১ টায় । পূজার মুহুর্তটি পড়বে ১২ আগস্ট সকাল ৭:২৮ থেকে ৯:০৭ -এর মধ্যে ।
পরমা একাদশীর পূজা পদ্ধতি :-
সকালে ঘুম থেকে উঠে স্নান করে অর্ঘ্য নিবেদন করুন।
তারপর পদ্ধতিগতভাবে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং পরমা একাদশী ব্রতের গল্প শুনুন ।
প্রার্থনা শেষ হলে, ব্রাহ্মণকে ফলমূল অন্ন দিন এবং দক্ষিণা দিন।
দ্বাদশীর দিনে একটি শুভ সময়ে একাদশীর উপবাস পালন করুন।
পরমা একাদশীর উপবাসের সময় স্বর্ণ দান, শিক্ষা দান, খাদ্য দান, ভূমি দান ও গোদানের বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয় ।।