এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ফেব্রুয়ারি : প্রত্যাশা মত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আইয়ার । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরের মেগা নিলামে অধিনায়ক ইয়ান মরগ্যানকে নিয়ে আগ্রহ দেখায়নি আইপিএলের এই ফ্রাঞ্চাইজিটি । তারপর থেকে খোঁজ চলছিল নতুন অধিনায়কের । তখন থেকেই উঠে আসছিল শ্রেয়াসের নাম । শেষ পর্যন্ত তাঁর হাতেই তুলে দেওয়া হল অধিনায়কের ব্যাটন । আইপিএলের প্রথম আসর থেকে এযাবৎ চারজন অধিনায়কের নেতৃত্বে খেলেছে কলকাতা নাইট রাইডার্স । শ্রেয়াস আইয়ার পঞ্চমতম অধিনায়ক নির্বাচিত হলেন ।
এবারে আইপিএলের নিলামে শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কেকেআর । ইতিপূর্বে তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । কিন্তু চোটের কারনে মরশুমের প্রথমাংশে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি । পরবর্তীকালে তিনি চোট সারিয়ে মাঠে ফিরলে দল আর তাঁকে অধিনায়কের দায়িত্ব দেয়নি ।
আইপিএলের চলতি মরশুমে কেকেআরের নেতৃত্বের ব্যাটন পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়াস নতুন দলের কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন । তিনি বলেন, ‘কেকেআরের মতো দারুণ একটি দলের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত । বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলে থাকেন এবং এখানে সব সংস্কৃতি এক হয়ে যায়। অসাধারণ সব প্রতিভাবানদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ।’।