এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ নভেম্বর : শ্রদ্ধা ওয়াকারের হত্যাকান্ড নিয়ে তোলপাড় গোটা দেশ । এরই মাঝে এই মামলায় নতুন নতুন তথ্য সামনে আসছে । জানা গেছে,ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চাপে শেষ পর্যন্ত মুসলিম যুবকের সঙ্গেই মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলেন শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার । শেষে চাপে পড়ে স্ত্রী ও শালিকাকে সঙ্গে নিয়ে ২০১৯ সালের ডিসেম্বরে ভাসাইয়ে আফতাব পুনাওয়ালার বাড়িতে গিয়েছিলেন তিনি । কিন্তু আফতাবের ছোট ভাই আসাদ তাঁদের বাড়িতে ঘরে ঢুকতেই দেয়নি । সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তার দাদার সম্পর্কের কথা অস্বীকার করেছিল ।
অন্যদিকে ২০২০ সালের জানুয়ারিতে মা মারা যাওয়ার পর বিয়ের জন্য উতলা হয়ে পড়েছিল শ্রদ্ধা । আফতাবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সে বাবার উপর চাপ সৃষ্টি করে । কিন্তু সদ্য স্ত্রী মারা যাওয়ায় তখন বিয়েতে রাজি হননি বিকাশবাবু । তিনি মেয়েকে কিছুদিন অপেক্ষা করতে বলেন । আর এই কারনে রেগে গিয়ে বাবাকে দিল্লির নতুন ফ্লাটের ঠিকানা পর্যন্ত দেয়নি শ্রদ্ধা । এদিকে চলতি মাসের ১১ তারিখে শ্রদ্ধার নৃশংস খুনের খবর প্রকাশের দুই সপ্তাহ আগে আফতাবের পরিবারের লোকজন ভাসাই ছেড়ে পালিয়ে যায় । ধৃত আফতাবকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সে পরিবারের সদস্যদের অন্য জায়গায় চলে যেতে সাহায্য করেছিল । বিকাশ ওয়াকারের সংবাদ মাধ্যমের কাছে জানান, আফতাবের পরিবারের সমস্ত সদস্যদের পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত ।।