এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ নভেম্বর : দিল্লির মেহরাউলিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে ধৃত আফতাব পুনাওয়ালার পলিগ্রাফ পরীক্ষা চলছে । ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) ডিরেক্টর দীপা ভার্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আফতাবের পলিগ্রাফ পরীক্ষা চলছে ৷ বেশ কিছু সময় এই পরীক্ষা চলতে পারে ৷ তবে তিনি গণমাধ্যমকে তেমন কোনো তথ্য না দিয়ে বলেন,’এই বিষয়ে আমরা এতটুকুই বলতে পারি। পলিগ্রাফ পরীক্ষা পরীক্ষার পর বিশেষজ্ঞদের একটি যৌথ দল সিদ্ধান্ত নেবে কবে নার্কো টেস্ট করা হবে ।’
এর আগে বুধবার (২৩ নভেম্বর) শ্রদ্ধা হত্যা মামলার আসামি আফতাব পুনাওয়ালার পলিগ্রাফ পরীক্ষা করা যায়নি। পুলিশ তখন জানিয়েছিল সে অসুস্থ থাকার কারণে পলিগ্রাফি পরীক্ষা করা যাবে না কারণ এটি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে। নারকো টেস্টের আগে দিল্লি পুলিশ পলিগ্রাফ পরীক্ষার জন্য সাকেত আদালতে আবেদন করেছিল । সাকেত আদালত পুলিশকে অনুমতি দেয় ।
এদিকে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে পুলিশ প্রমাণের হাতড়ে বেড়াচ্ছে । এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট প্রমাণ পায়নি পুলিশ । প্রমানের সন্ধানে বৃহস্পতিবার দিল্লি পুলিশের একটি দল মহারাষ্ট্রের থানে জেলার গ্রামীণ এলাকায় অবস্থিত ভাইন্দর উপসাগরে পৌঁছেছে । দিল্লি পুলিশ এখানকার উপসাগরের জলে প্রমাণ অনুসন্ধান করে । তবে দিল্লি পুলিশ সেখানে কোনো প্রমান খুঁজে পেয়েছে কিনা তা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেনি ।।