এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৩ ডিসেম্বর : গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে আসার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অবর্ণনীয় অত্যাচার শুরু করেছে সংখ্যাগুরু মুসলিমরা । সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হিন্দুদের সুরক্ষার আশ্বাস দিলেও অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়ে গেছে । ইসকনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানোর পর থেকেই প্রতিবাদে সড়ক হয়েছে বাংলাদেশের হিন্দুরা । আর তাদের মুখ বন্ধ করার জন্য কাতার ভিত্তিক হিজবুত, জামাত ইসলামী, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি প্রতি ইসলামিক জঙ্গি সংগঠনগুলো মিলিতভাবে হিন্দুদের উপর হামলা চালিয়ে যাচ্ছে । ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী । ফলে কার্যত মৃত্যু কূপের মধ্যে রয়েছে বাংলাদেশের হিন্দুরা । ভারতে বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী দলগুলি বাংলাদেশী হিন্দুদের উপর নিপীড়নের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । দাবি উঠছে যে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হোক । বন্ধ করে দেওয়া হোক চিকিৎসা ভিসাও । বর্তমানে গোটা ভারতের হিন্দুরা বাংলাদেশের মুসলিমদের উপর চরম ক্ষিপ্ত হয়ে আছে। উত্তরবঙ্গের শিলিগুড়ির সনাতনীরা অভিনব প্রতিবাদ শুরু করেছে । শিলিগুড়ি শহরের প্রায় প্রতিটি দেয়াল সাঁটিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ছবি দেওয়া একটা করে পোস্টার । সেই পোস্টারে লেখা আছে, ‘এই ছবিতে থুতু ফেলুন । আমার মুখে জুতো মারুন। বাংলাদেশী মহম্মদ ইউনুস ।’
এই পোস্টারই প্রমাণ যে বাংলাদেশের বর্তমান সরকারের ওপর ঠিক কতটা পরিমাণে ক্ষুব্ধ ভারতীয় হিন্দুরা । ইতিমধ্যেই বনগাঁর পেট্রোপলে গিয়ে বাংলাদেশমুখি পন্য বোঝাই গাড়ি আটকে দিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজও বাংলাদেশের পণ্য সরবরাহ বন্ধ ছিল বলে জানা গেছে । আজ কলকাতাতে শুভেন্দু অধিকারী বলেছেন পরশুদিন তিনি ঘোষণা করবেন পেট্রোপলে কতদিন পণ্য সরবরাহ বন্ধ করে রাখা হবে । পাশাপাশি বাংলাদেশি মুসলিমদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করার আহ্বান জানান তিনি ।।
তথ্যসূত্র ও ছবি : কৃতজ্ঞতা স্বীকার শিলিগুড়ি টাইমস ।