এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ জুন : রাতে শোবার ঘরে বসে টিভি দেখছিলেন স্বামী । পাশেই শিশুসন্তানকে পাশে নিয়ে ঘুমচ্ছিলেন স্ত্রী । সেই সময় তাঁদের লক্ষ্য করে ধেয়ে এল এক রাউন্ড গুলি । তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি । শুক্রবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচল-২ ব্লকের মালতীপুর অঞ্চলের সাঞ্চিয়া গ্রামে । খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ । পুলিশ ঘটনাস্থল থেকে একটা কার্তুজের খোল উদ্ধার করে নিয়ে গেছে বলে খবর । তবে কে কি উদ্দেশ্যে গুলি চালালো তা নিয়ে ধন্দ্বে পুলিশ । যদিও সাগর সরকার ও তনুশ্রী সরকার নামে ওই দম্পতির দাবি, একটি জায়গা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁদের ঝামেলা চলছে । তার জেরেই এই ঘটনা ঘটেছে । তাঁরা জানিয়েছেন, এনিয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন ।
সাঞ্চিয়া গ্রামের বাসিন্দা সাগর সরকার পেশায় ট্রাক্টর চালক । একতলা মাটির বাড়ি রয়েছে তাঁদের । সাগর সরকারের স্ত্রী তনুশ্রীদেবী বলেন, ‘শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর তাঁরা তিনজনে শোবার ঘরে চলে যান । তিনি ও তাঁর শিশুসন্তান ঘুমচ্ছিলেন। পাশে বসে টিভি দেখছিলেন তাঁর স্বামী । রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ একটা বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায় । প্রথমে ভেবেছিলাম টিভিতে বিস্ফোরণ হয়েছে । কিন্তু দেখি টিভি যথারীতি চালু রয়েছে । আমার স্বামী মোবাইলটা পরখ করতে বলে । কিন্তু দেখি মোবাইলটাও ঠিক রয়েছে । তারপর খোঁজাখুঁজি করাতে ঘরের মধ্যে একটা কার্তুজের খোল পড়ে থাকতে দেখতে পাই ।’
ওই দম্পতি জানিয়েছেন,ঘটনার পর তাঁদের শরীরে রাসায়নিক জাতীয় কিছু লেগে র্যাশ বেড়িয়ে যায় । এদিন সকালে তাঁরা মালতিপুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান । এদিকে ঘটনার পর থেকে ব্যাপক আতঙ্কে রয়েছে ওই পরিবারটি । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ।।