এইদিন ওয়েবডেস্ক,রায়গঞ্জ(উত্তর দিনাজপুর), ১৪ ডিসেম্বর : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুটআউট । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক সরকারি কর্মীর । মৃতের নাম দীনেশ সাহা । তিনি রায়গঞ্জের বীজ নিগমের চর্তুথ শ্রেণির কর্মী ছিলেন। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ রায়গঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের তুলসীপাড়ার হরিসভা মাঠ সংলগ্ন রাস্তায় দীনেশ সাহাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী । তার বুকে এবং পিঠে গুলি লাগে । পরে পুলিশ গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ব্যক্তিগত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে । পুলিশ মৃতের কাকা এবং ভাইপোকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে ।
জানা গেছে,রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় পৈতৃক বাড়ি রয়েছে দীনেশ সাহার । এর আগে তিনি কর্মসূত্রে মালদহে ছিলেন । মাস চারেক তিনি রায়গঞ্জের উদয়পুর এগ্রিকালচার ফার্মের এগ্রিকালচার কৃষি বীজ নিগম দফতরে বদলি নিয়ে চলে আসেন । হরিসভা মাঠ এলাকার একটি ভাড়াবাড়িতে তিনি পরিবার নিয়ে থাকছিলেন । বুধবার সন্ধ্যায় কিছু টুকিটাকি কেনাকাটা করতে বের হয়েছিলেন দীনেশ বাবু । কেনাকাটা সেরে ফেরার পথেই হরিসভা মাঠ সংলগ্ন রাস্তায় তাকে গুলি চালিয়ে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।।