এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ সেপ্টেম্বর : কলকাতায় ফের ঘটল শ্যুটআউটের ঘটনা । হাওড়ার এক ব্যবসায়ীকে ঘিরে ধরে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল বাইক আরোহী দুষ্কৃতিদল । রবিবার রাত্রি প্রায় ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে গোর্কি সদন এলাকায় । তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান পঙ্কজ সিং(৩৮) নামে ওই ব্যাবসায়ী । একটি গুলি তাঁর কাঁধে লেগেছে বলে জানা গেছে । তাঁর সঙ্গীসাথীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে ভর্তি করে । ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরনী থানার পুলিশ । ব্যাবসায়ীয়িক শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও কারন রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে ।
জানা গেছে,রবিবার কলকাতায় এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন হাওড়ার বাসিন্দা পঙ্কজ সিং । তিনি গাড়ি চড়ে ফেরার পথেই ঘটনাটি ঘটে । রাত্রি প্রায় ১১ টা নাগাদ গোর্কি সদনের সামনে তাঁর গাড়িটি আসতেই ৫ টি বাইকে চড়ে ১৫ জন দুষ্কৃতি তাঁকে ঘিরে ধরে । তখন পঙ্কজ সিং গাড়ি থেকে নেমে আসেন । দুষ্কৃতিদের সঙ্গে তাঁর বাকবিতন্ডা শুরু হয় । তারই মাঝে এক দুষ্কৃতি পিস্তল বের করে পঙ্কজকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় । তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কাঁধে লাগলে তিনি প্রাণে বেঁচে যান ।
হাওড়ার প্রথম সারির ব্যাবসায়ীদের মধ্যে অন্যতম পঙ্কজ সিং । তাঁর প্রোমোটিংয়ের ব্যবসা আছে । পরিবারের দাবি,ব্যাবসায়িক কারনে কয়েকজনের সঙ্গে তাঁর শত্রুতা তৈরি হয়েছিল । সেই কারনে পঙ্কজকে তাঁরা পরিকল্পনা করে খুনের চক্রান্ত করেছিল । পুলিশ জানিয়েছে,ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।।