এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১০ মে : সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগের পর থেকেই সরকারপন্থী ও সরকার বিরোধীদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে । প্রধানমন্ত্রী মাহিন্দা ও ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে । সংঘর্ষের জেরে মঙ্গলবার পর্যন্ত এক এমপিসহ অন্তত আটজন নিহত হয়েছে । আহত হয়েছে অন্তত ২২৫ জন ।
এবার এই হিংসা থামাতে ‘দেখা মাত্রই গুলি’ করা নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় । মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যারাই সরকারি সম্পত্তি লুট বা অন্যের জীবননাশের চেষ্টা করবে তাদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে ।’
তবে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এখনও পদত্যাগ করেননি । এদিন পর্যন্ত তিনি পদত্যাগ না করার সিদ্ধান্তেই অটল রয়েছেন । এদিকে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে । ফলে আগামী দিনে শ্রীলঙ্কার পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
১৯৪৮ সালের পর থেকে এত বড় মাপের আর্থিক সঙ্কটে কখনও পড়েনি শ্রীলঙ্কা । দেশ জুড়ে জ্বালানি, খাদ্য ও জীবনরক্ষাকারী ওষুধের চরম ঘাটতি চলছে । আর এই পরিস্থিতির জন্য শাসক দলের দূর্নীতিকেই দায়ি করছে শ্রীলঙ্কার মানুষ । দেশ জুড়ে মানুষ সরকারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে । আর তা প্রশমিত করতে দমন নীতিকেই হাতিয়ার করেছ সরকার পক্ষ । তবে দেশের বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ হচ্ছে । এই পরিস্থিতিতে রাজাপক্ষের পরিবার আর কতদিন গদি আঁকড়ে থাকে সেটাই লক্ষ্যনীয় ৷।