দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের জঙ্গলে শুরু হল একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক হিন্দি সিনেমা ‘পিপ্পা’র শ্যুটিং ৷ ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের উপর ব্রিগেডিয়ার বলরাম মেহতার লেখা ‘দ্য বার্নিং চাফেস'(The Burning Chaffes) বইয়ের উপর ভিত্তি করেই নির্মিত হচ্ছে এই চলচিত্রটি । ছবিটি পরিচালনা করছেন ‘এয়ারলিফট’-এর পরিচালক রাজা কৃষ্ণ মেনন । অভিনয় করছেন ইশান খট্টর, ম্রুণাল ঠাকুর এবং প্রিয়াংশু পেইনিউলি ।
ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ৪৫-তম ক্যাভালারি ট্যাঙ্ক স্কোয়াড্রনের (45th Cavalry tank squadron) একজন অভিজ্ঞ সৈনিক ছিলেন । পিপ্পাতে মূলত তাঁর বীরত্বের কাহিনী উঠে এসেছে । ‘পিপ্পা’র কাহিনী লিখেছেন রবিন্দর রন্ধাওয়া, তন্ময় মোহন এবং রাজা কৃষ্ণ মেনন । ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইশান খট্টরকে ।
আউশগ্রামের কালিকাপুরের সাতমহলার জঙ্গলের ভিতর প্রাচীন জমিদারবাড়ি ও সংলগ্ন জঙ্গলমহল এলাকাকে শ্যুটিংয়ের স্পট হিসাবে বেছে নেওয়া হয়েছে । দিন দুয়েক আগে থেকেই ছবির সেট সাজানোর প্রস্তুতি শুরু হয়েছিল । শনিবার থেকে পুরদমে শুরু হল ‘পিপ্পা’র শ্যুটিং । রবিবার পর্যন্ত এই স্যুটিং চলবে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,জঙ্গলমহলের ভিতরে পুরানো এই ভগ্নপ্রায় জমিদার বাড়িতে আগেও অসংখ্য বাংলা ছবির শ্যুটিং হয়েছিল । এখানে মৃণাল সেনের ‘খণ্ডহর, ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি ও অপর্ণা সেনের গয়নার বাক্সসহ ২৪৮ টি ছবির শ্যুটিং হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তথা লেখক রাধামাধব মণ্ডল । এমনকি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনও কয়েক বছর আগে এই এলাকায় শ্যুটিং করতে এসেছিলেন বলে তিনি জানান ।।