এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,০৬ মার্চ : উত্তরপ্রদেশে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যা মামলার সাক্ষী উমেশ পাল হত্যার সাথে জড়িত দ্বিতীয় শুটার খতম হল পুলিশের এনকাউন্টারে । সোমবার সকালে উত্তরপ্রদেশের কাউন্দিয়ারায় উসমান নামে ওই শুটারকে খতম করে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । পুলিশ জানতে পারে উসমানই প্রথম উমেশ পাল ও কনস্টেবলকে লক্ষ্য করে প্রথম গুলি চালিয়েছিল । পুলিশ জানিয়েছে,এনকাউন্টারের পর বিজয় ওরফে উসমানকে প্রথমে আহত অবস্থায় স্বরূপরানি নেহেরু হাসপাতালে পাঠানো হয়েছিল । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । পুলিশের সঙ্গে উসমানের গুলির লড়াইয়ে নরেন্দ্র নামে কাউন্দিয়ারা থানার এক কনস্টেবল আহত হয়েছেন বলে খবর । তিনি সিএসসি হাসপাতালে চিকিৎসাধীন ।
এর আগে কুখ্যাত মাফিয়া ডন আতিক আহমেদের ঘনিষ্ঠ আরবাজকে এনকাউন্টারে খতম করে ইউপি পুলিশ । উমেশ পাল হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় প্রয়াগরাজের নেহেরু পার্কে তাকে এনকাউন্টার করা হয় । উমেশ পালকে খুনের সময় ব্যবহৃত ক্রেটা গাড়িটি আরবাজই চালিয়ে নিয়ে আসে । উমেশ পাল হত্যামাণ্ডে মাফিয়া আতিক আহমেদের নামও সামনে আসছে। আতিক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ পুলিশের । প্রয়াগরাজ পুলিশ আতিকের ভাই, স্ত্রী শায়েস্তা পারভীন, আতিক আহমেদের দুই ছেলে এবং অন্যদের বিরুদ্ধে মামলা করেছে। বর্তমানে আতিক সবরমতি কারাগারে বন্দি রয়েছে।।