ভারতের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের চালিকা শক্তি গান্ধী-নেহেরু পরিবারকে নিয়ে বিতর্কের অন্ত নেই । প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জহরলাল নেহেরুর সময় থেকেই শুরু হয়েছে বিতর্ক । পরে ইন্দিরা গান্ধী এবং তার ছেলে রাজীব গান্ধী পর্যন্ত পরিবারটির ধর্ম পরিচয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার । ইন্দিরা পূত্র রাজীব ইতালিয়ান আন্তোনিয়া আলবিনা মাইনোকে বিয়ে করার পর থেকে নতুন করে কিছু প্রশ্ন ওঠে । আন্তোনিয়া আলবিনা মাইনো বর্তমানে সোনিয়া গান্ধী নামে পরিচিত । এখন সোনিয়া পুত্র রাহুলের ‘জৈবিক পিতা’কে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটজের সম্পাদক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী । তিনি রাহুল গান্ধী কে সাধারণ রাউল ভিঞ্চি বলে সম্বোধন করেন ।
সোয়েব চৌধুরীর মতে, রাজীব গান্ধীর ঔরসজাত পুত্র নন রাহুল! তাহলে কার পুত্র তিনি ? এই প্রশ্নের উত্তর বড়দিনের (২৫ ডিসেম্বর) ‘ফাঁস করার’ কথা দিয়ে রেখেছেন তিনি ৷ গত ২৮ অক্টোবর এক্স-এ একটা পোস্টে তিনি লিখেছেন,’ভিঞ্চির জৈবিক পিতা…রাউল ভিঞ্চির জৈবিক পিতা কে? আসন্ন ক্রিসমাসের মধ্যে, আমরা অকাট্য প্রমাণ সহ এই রহস্য সমাধান করার চেষ্টা করব।’
আজ ভোরে শোয়েব চৌধুরী এক্স-এ লিখেছেন,’রাউল ভিঞ্চির জৈবিক পিতার সন্ধানে…. রাউল ভিঞ্চির জৈবিক পিতার নাম বের করতে আমরা আমাদের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে, আমাদের প্রকাশের পর, রাউলের বিদেশী পাসপোর্ট, আন্তোনিয়া আলবিনা মাইনোর আইএসআই সংযোগ, কলম্বিয়ান ড্রাগ কার্টেল সংযোগ, বিয়াঙ্কার(প্রিয়াঙ্কা ভাদ্রা) আয়কর জালিয়াতি, রাউলের শিক্ষাগত জালিয়াতি, নির্বাচনী জালিয়াতির রহস্য উদঘাটনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের ধারাবাহিক তদন্ত চলছে। মাইনো এর সবকিছুই শেষ পর্যন্ত গুরুতর আইনি পরিণতির দিকে নিয়ে যাবে।’ একটা ইউটিউব ভিডিও এর লিঙ্ক দিয়ে দেখার জন্য অনুরোধ করে তিনি লিখেছেন,’এটি একটি ঐতিহাসিক তদন্ত যা ব্লিটিজে (BLiTZ) অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত,গান্ধী-নেহেরু পরিবার নিয়ে ইতিমধ্যে বহু বোমা ফাটিয়েছেন ‘ব্লিটজ’ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী । যদিও উল্লিখিত পরিবার বা তাদের রাজনৈতিক দল কংগ্রেসের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি । কেবল মাস কয়েক আগে দ্য জয়পুর ডায়লগস এর মহিলা সাংবাদিক ও সালহা উদ্দিন সোয়েব চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুর একটা আদালতে মানহানির মামলা দায়ের করেন জনৈক এক কংগ্রেস নেতা । তারপরেও সোয়েব চৌধুরীকে থামানো যায়নি । এবার ক্রিসমাসের মধ্যে তিনি ফের তিনি কি বোমা ফাটান সেদিকে তাকিয়ে আছে অসংখ্য ভারতীয় ।।