এইদিন ওয়েবডেস্ক,১৪ নভেম্বর : সাপ্তাহিক ইংরেজি পত্রিকা ‘ব্লিটজ’-এর সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী কংগ্রেসের ‘রাজকীয় পরিবার’ সম্পর্কে একের পর বহু গোপন তথ্য সামনে এনে প্রায়ই আলোড়ন ফেলে দেন । তবে যখনই তিনি গান্ধী-নেহেরু পরিবার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তখন সোনিয়া গান্ধীকে ‘আন্তোনিও অ্যালবিনা মাইনো‘ (Antonio Albina Maino) এবং রাহুল গান্ধীকে ‘রাউল ভিঞ্চি‘ (Raul Vinci) বলে চিহ্নিত করেন । এবার সোনিয়া-রাহুল ছাড়াও প্রিয়াঙ্কা ভাদ্রাকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শোয়েব চৌধুরী । গত ১২ নভেম্বর নিজের এক্স হ্যান্ডেলে মোট ১৮ টি চাঞ্চল্যকর দাবি করেছেন আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত ওই বর্ষীয়ান বাংলাদেশি সাংবাদিক । তাতে সোনিয়া-রাহুল ও প্রিয়াঙ্কার ‘অন্ধকার রহস্য ফাঁস’ করার দাবি করেছেন তিনি । এখানে তিনি প্রিয়াঙ্কাকে ‘বিয়ানকা‘ (Bianca) বলে সম্বোধন করেছেন ।
সালহা উদ্দিন শোয়েব চৌধুরী লিখেছেন,’নিউ মুসলিম লীগের এই হিন্দু-বিদ্বেষী নেতাদের অন্ধকার রহস্য।
১)ক্যাথলিক খ্রিস্টান অনুশীলনকারী আন্তোনিও আলবিনা মাইনোর জৈবিক পিতার নাম কেউ জানে না, ২)আন্তোনিও অ্যালবিনা মাইনো কখনো কলেজে যাননি, যদিও তিনি এবং তার সমর্থকরা তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে দাবি করতে থাকেন, এটি বন্ধ হয়ে যায় যখন WEEKLY BLITZ এই মিথ্যাটি প্রকাশ করে৷
৩) আন্তোনিও আলবিনা মাইনো আইএসআই-এর সম্পদ৷
৪)আন্তোনিও আলবিনা মাইনো যখন মিঃ গান্ধীকে বিয়ে করেছিলেন তখন অবিবাহিত ছিলেন না ।
৫)আন্তোনিও আলবিনা মাইনো কয়েক দশক ধরে শিল্পকর্ম চুরি ও চোরাচালানের র্যাকেট চালাচ্ছেন ।
৬) আন্তোনিও অ্যালবিনা মাইনো ভারতীয় নাগরিকত্ব পাওয়ার কয়েক বছর পরেও তার ইতালীয় পাসপোর্ট ফেরত দেননি ।
৭) মাইনোর কাছাকাছি যে কেউ মারা যায় বা রহস্যজনকভাবে মারা যায়। মিঃ গান্ধী এবং মাইনোর পাকিস্তানি প্রেমিক সালমান তাসিরের সাথে এটি ঘটেছে ।
৮) মাইনো কয়েক দশক ধরে সোরোসের বেতনের অধীনে রয়েছে৷
৯) রাউল ভিঞ্চির জৈবিক পিতার পরিচয় কেউ জানে না, একজন নকল হিন্দু ।
১০) রাউল ভিঞ্চি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে এমফিল ডিগ্রি অর্জনের মিথ্যা দাবি করেছেন ।
১১) রাউল ভিঞ্চি “চ্যাম্পিয়ন শ্যুটার” হিসাবে জাল সার্টিফিকেট ব্যবহার করে দিল্লির কলেজে ভর্তি হন।
১২) রাউল ভিঞ্চি আন্তর্জাতিক মাদক পাচারের র্যাকেটের সাথে যুক্ত ।
১৩) রাউল ভিঞ্চি সোরোসের ভারত ভাঙার চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছেন ।
১৪) মার্কিন যুক্তরাষ্ট্রে তার সাম্প্রতিক সফরের সময়, ভিঞ্চি চলতু বছরের ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং “কট্টরপন্থী হিন্দু” শক্তির বিরুদ্ধে “কঠোর আন্দোলন” করার জন্য সোরোসের কাছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছিলেন ।
১৫)একই সফরের সময়, ভিঞ্চি খালিস্তানি এবং কাশ্মীরিদের একটি দলের সাথে সোরোসের ডিসেম্বরের প্লটে তাদের অংশগ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করতে ৩-ঘন্টা দীর্ঘ বৈঠক করেন ।
১৬) মাইনোর মেয়ে বিয়ানকা, তিনিও একজন অ-হিন্দু কখনও উচ্চ বিদ্যালয়ে যাননি এবং বিদেশ থেকে ডিপ্লোমা ডিগ্রি কিনেছিলেন ।
১৭) ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত বিয়াঙ্কার স্বামী ব্যাপক দুর্নীতি ও পাচারে জড়িত ছিলেন । ১৮) তার বিয়ের পর, বিয়াঙ্কার শ্বশুরবাড়ির বেশিরভাগ লোক রহস্যজনকভাবে মারা গিয়েছিল। এই মৃত্যুর কোনোটিই তদন্ত করা হয়নি।’
প্রসঙ্গত, সাধারণত রাজীব গান্ধীর ছেলে বলে পরিচিত রাহুল । কিন্তু শোয়েব চৌধুরী রাহুলে পিতৃ পরিচয় নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন । তিনি এটাও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে ‘বড়দিন'(২৫ ডিসেম্বর)-এর মধ্যেই ‘রাউল ভিঞ্চি’র জৈবিক পিতার নাম প্রকাশ্যে আনার চেষ্টা করবেন ।।