প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ মার্চ : শিবরাত্রি কাটতে না কাটেতেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলি গ্রামে ভাগীরথীর পাড় থেকে উদ্ধার হল শিবলিঙ্গ । সোমবার ঘটা করে হল সেই শিবলিঙ্গের পুজোপাঠ । ভক্তিভরে ভক্তদের কেউ কেউ শিবলিঙ্গে ঢাললেন দুধ,কেউ চড়ালেন মালা,আবার কেউ কেউ গ্রামে শিবলিঙ্গ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সারলেন । ভোট রাজনীতির কচকচানী দূরে সরিয়ে শিবলিঙ্গের পুজোপাঠ ও প্রতিষ্ঠা ঘিরেই এখন মাতোয়ারা পাটুলি গ্রামের বাসিন্দারা ।
পূর্বস্থলীর পাটুলির মহাজনপটি এলাকায় ভাগীরথীর ধারে সোমবার সকালে একটি শিবলিঙ্গ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ী রবি বর্ধন । তিনিই স্থানীয়দের ঘটনার কথা জানান । শিবলিঙ্গ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই বহু বাসিন্দা ভাগীরথীর পাড়ে পৌছে যান । স্বচক্ষে শিবলিঙ্গ দেখার পরেই
পাটুলি গ্রামের বাসিন্দা মহলে উন্মাদন ছড়িয়ে পড়ে । কাদা মাটি লেগে থাকা শিবলিঙ্গটি ভাগীরথীর পাড় থেকে উদ্ধার করে মানুষজন পাড়ে নিয়ে যান । পাড়ে থাকা কালী ঠাকুরের একটি বেদির উপর সেটিকে প্রতিষ্ঠা করা হয়।এরপরেই শুরু হয়ে যায় শিবলিঙ্গ পরিস্কার পরিচ্ছন্ন করে পুজোর তোড়জোড়।এলাকাবাসীর কথায় জানা গিয়েছে, পূর্বস্থলীর বেশ কিছু এলাকায় ইতিবূর্বে দেবীদেবীর মূর্তি বিভিন্নভাবে পাওয়া গেছে । কিন্তু এই প্রথম শিবলিঙ্গ উদ্ধার হল । স্থানীয় বাসিন্দা পিন্টু ঘোষ,বাপি সাহা প্রমুখরা জানিয়েছেন, কোথা থেকে কিভাবে ওই শিবলিঙ্গটি এলো তা কেউই বুঝতে পারছেন না ।।