এইদিন ওয়েবডেস্ক,শিবমোগা(কর্ণাটক),১৬ আগস্ট : কর্ণাটকের শিবমোগায় বীর সাভারকরের পোস্টার নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । জানা গেছে, সোমবার স্বাধীনতা দিবসের দিন হিন্দুত্ববাদী সংগঠনগুলো আমির আহমেদ সার্কেলে সাভারকরের ছবি লাগিয়েছিল । কিছুক্ষণ পর অন্য সম্প্রদায়ের যুবকরা টিপু সুলতান বাহিনীর পতাকা নিয়ে সেখানে পৌঁছে ছবি অপসারণের চেষ্টা শুরু করলে উভয় সম্প্রদায়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় । ধর্ম সিং নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ । তাঁকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী । জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় । পরে পুরো শিবমোগা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে ।
উল্লেখ্য, এর আগে কর্ণাটক সরকারের ‘হর ঘর ত্রিরাঙ্গা’ কর্মসূচি ঘোষণা নিয়ে বিতর্ক হয়েছিল । কর্ণাটক সরকার প্রধানমন্ত্রী মোদির ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অধীনে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল । দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মুক্তিযোদ্ধাদের এই বিজ্ঞাপনে স্থান দেওয়া হয়েছে। কিন্তু সেখানে ঠাঁই দেওয়া হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে । তার জায়গায় বিনায়ক সাভারকরকে স্থান দেওয়া হয়েছিল । আর এতে তেলেবেগুনে জ্বলে ওঠে কংগ্রেস ।।