শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৬ মে : শবের উপরে শিব,শিবের উপর দন্ডায়মান কালী, দু’পাশে জয়া ও বিজয়া । শবশিবা নামে অদ্ভুত এই কালীমূর্তির পূজো ঘিরে অকাল শারদোৎসবের আমেজ দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের খান্দাড়া গ্রামে । প্রতিবছর জৈষ্ঠ্যমাসের দ্বিতীয় মঙ্গলবার এই পূজো হয় । দূর্গাপূজোর মতই সপ্তমী,অষ্টমী, নবমী ও দশমী -এই চার দিনের পূজো হলেও ৫-৬ দিন ধরে চলে পূজোর রেশ । রয়েছে বলিদান প্রথা । পূজো উপলক্ষে বসে মেলা । আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্টানের । বৃহস্পতিবার ছিল নবমীর পূজো । খান্দাড়া ছাড়াও বামুনিয়া,পিপলন দেওয়ানে,ধামাচে প্রভৃতি গ্রামের বাসিন্দারা মেতে উঠেছে নবমীর পূজো ঘিরে । পুরনো রীতি মেনে আজও ওই সমস্ত গ্রামের বাসিন্দারা পূজোর দিনগুলিতে জমিতে হলকর্ষণ করেন না । বিরল এই পূজো ঘিরে আশপাশের গ্রামবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় ।
মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত এই খান্দাড়া গ্রাম । গ্রামের পূর্ব পাড়ায় রয়েছে গ্রাম্যদেবী শিবশিবার মন্দির । তিন শতাধিক বছর আগে এই পূজোর প্রচলন হয় বলে জানান গ্রামবাসীরা । গ্রামবাসী দেবাশীষ মুখার্জি, অমর চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তীরা বলেন, ‘এরাজ্যের মধ্যে একমাত্র নবদ্বীপের ব্যাদরাপাড়ায় শিবশিবা মাতার পূজোর প্রচলন রয়েছে । কথিত আছে,প্রয়াগে ত্রিবেনী সঙ্গমে পূণ্যস্নান করতে গিয়ে সেখানে একটি পাহাড়ের উপর অদ্ভুত এক দেবীমূর্তি দেখেছিলেন মহাপ্রভূ শ্রী চৈতন্যদেব । দেবীমূর্তি দেখে তিনি ভাববিহ্বল হয়ে পড়েন । পরে নবদ্বীপে ফিরে এসে ব্যাদরাপাড়ায় শিবশিবা মাতার পূজোর প্রচলন করেন মহাপ্রভূ । প্রায় তিন’শ বছর আগে আমাদের গ্রামের লোকজন ব্যাদরাপাড়ায় শিবশিবার পূজো দেখে অনুপ্রাণিত হন । তাঁরা গ্রামে ফিরে এসে এই পূজোর প্রচলন করেন । তারপর থেকে জৈষ্ঠ্যমাসের দ্বিতীয় মঙ্গলবার খান্দাড়া গ্রামে শবশিবা মাতার পূজো হয়ে আসছে ।’
তাঁরা জানান,সময়ের সঙ্গে মূর্তির মধ্যে কিছু পরিবর্তন হলেও খান্দাড়া গ্রামে ও ব্যাদরাপাড়ায় শিবশিবা মাতার মূর্তি প্রায় একই রকম দেখতে । ঋষির মৃতদেহের উপর শিব, শিবের উপর শিবানী এবং দেবীর দু’পাশে জয়া ও বিজয়া ৷’ গ্রামবাসীদের কথায়, ‘সাম্প্রতিক কালে খান্দাড়া গ্রামের বাসিন্দা জনৈক এক ব্যক্তি প্রয়াগে শিবশিবার মন্দিরে গিয়েছিলেন । তিনি দেবীর ছবি তুলে আনেন । তাতে দেখা গেছে ঋষির নগ্ন মৃতদেহের উপর মৈথুনরত শিব ও শিবানীর মূর্তি । শিবের হাতে রয়েছে ডমরু ও শিঙা । মূর্তিটি তন্ত্র সাধনার কোনো গুহ্য দিক ইঙ্গিত করে ।’ জানা গেছে,খান্দাড়া গ্রামে ও ব্যাদরাপাড়া ছাড়াও কাটোয়ার দাঁইহাটে শিবশিবা মাতার পূজোর প্রচলন আছে । তবে রাসের সময় পূজিতা হন দাঁইহাটে শিবশিবাদেবী ।।